সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


হলফনামা : ধীমান ব্রহ্মচারী


প্রকাশিত:
৯ জুন ২০২১ ১৮:০৪

আপডেট:
৯ জুন ২০২১ ২৩:৫৯

 

(১)
আমাদের চোখে লেগে আছে যন্ত্রণা
চোখের কোণে জমে আছে নোনা জল
মাঠের ধান রোদে পুড়ে, যায় শুকিয়ে
মাটি হয়ে যায় ফুটিফাটা,অন্তঃসার শূন্যতা থেকে যায়
মাঠের চারিদিকে,
পৃথিবী হারিয়ে যায়,যেতে যেতে হারিয়ে যাই আমিও
উত্তপ্ত ও উন্নাসিকতা চলতে থাকে মনের ভেতরে,
সেখানে আমি সহজে যায় না
যায়, তফাৎ রেখে...

(২)
আমাদের সবটুকু ভালোবাসা এখন কফিনবদ্ধ
আশাটুকু জিয়ে আছে আমাদের চেয়ে,
সরল মাদকতা এভাবে আমাদের থেকে কেড়ে নেয়
যৌবন বাউলের মন ...
মিশে থাকি শরীর স্পর্শ করে
এই প্রেমের অন্তরালে পরে থাকে সীমান্তবর্তী দেশ
যেখানে আমার শৈশব হাতছানি দেয় থেকে থেকে
অর্ধমৃত হয়ে স্থাবকতা ঘিরে রাখে আমাদের চারপাশ
উষ্ণ আলিঙ্গন-রেস্তোরার মৃদু আলোর শ্যাম্পেন
উড়ে উড়ে আসে নেশাতুর চোখে...

 

(৩)

প্রতিদিন এভাবে জরায়ুতে জন্ম নেয় মন
আগল ঠেলে বেরিয়ে আসে স্পন্দন,
যেখানে পা ফেলে ফেলে রাস্তা মাপে কোন জরিপদার...

 

(৪)

তবুও স্বপ্ন দেখতে দেখতে আমরা ভেসে যায় দেশ থেকে বিদেশে, আমাদের পরিচয় হয়ে যায় মার্ক্সবাদ,
রক্তের রঙে সেলাম ওঠে শহর কাঁপিয়ে,
ত্রিফলা পথ আমাদের করে তোলে সন্দিগ্ধ
তবুও লড়াই আমাদের জারি থাকে জ্বলন্ত কয়লার আঁচে...

 

ধীমান ব্রহ্মচারী
পশ্চিম বঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top