সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


আজি এ সাঁঝে : তারানা নাজনীন


প্রকাশিত:
৫ জুলাই ২০২১ ২০:১৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৩:৪২

ছবিঃ তারানা নাজনীন

 

যে মন ছুঁয়েছে অলীক আলোয়
রেখেছে যতন করে
ভুলা নাহি যায় তারে
বেদনার অঞ্জলী ভরে।

মাঝে মাঝে ভাবি বসে
নিরব নির্জন হলে
তোমারে খুঁজে পেয়েছিলাম
তোমারি মিষ্টি বোলে।

কখনো আবেগী অস্থিরতা 
যখন পাগল করে
নিরবে সহ্য করে
ভুলিয়ে দিই মনটারে।

হারানোর ব্যথা সইবো কেমনে
ভাবি বসে বারবার
তার চেয়ে এইতো ভালো 
আঙিনায় এসে চুপি দাও একবার।

রঙ্গচটা জীর্ন ঘরের কপাট খুলে
দিওনা কখনো ভালোবাসার অর্ঘ তুলে
এ মন যে চায় ঐ সীমানায় যেতে
রাঙাতে নিজকে রঙের হোলিতে মেতে
হুঁশিয়ার সাবধান কথাগুলোর মাঝে
রেখেছি অতি যতনে আজোও এই সাঁঝে।

 

তারানা নাজনীন
কবি ও সংগঠক

বনানী, ঢাকা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top