সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


তৃষিত চাতক : সুরাইয়া চৌধুরী 


প্রকাশিত:
১৫ জুলাই ২০২১ ২০:১৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০০:০৮

ছবিঃ সুরাইয়া চৌধুরী 

 

আমাকে ফেরায় নি কভু মৃত্তিকা মাটি
কখনো ফেরায়নি তো নদী খাল বিল, 
ফেরায়নি গ্রীষ্ম দিনে উড়ানি বাতাস
বনভূমি ছুঁয়ে থাকে শরীর আমার।

মনে হয় ডোবা নালা শুকনো পুকুর 
আশে পাশে সারাক্ষণ প্রিয় পরিজন
নির্বিকার চিন্তাহীন ঘাসের জীবন। 
পাশ কেটে চলে যায় শর্তবিহীন
চৈত্রের খরদাহ, আবিল বাতাস
মাঝে মাঝে দুর্বিনীত ঝড়ের দিন।

যতই তালাস করো পাবেনা আমাকে
হাতটা ধরতে গেলে ফিরে যাব ফের
নিদারুণ সময়ের স্রোতের সাথে 
জলযান ফিরে যায় অপেক্ষার পর
সমঝোতা সন্ধি বিসর্জন দিয়ে
নাগরিক পথ ছেড়ে যাবোই চলে।

পায়ে পায়ে কাদা জল শামুকের খোল 
ঢাল পথ বেয়ে আমি মেঠো পথ চিনে
নদীর হাত ধরে ফিরে যাব ঘরে
বড় বেশি মাটিঘেষা তৃষিত চাতক 
বনভূমি ছুঁয়ে থাকে শরীর আমার। 

 

সুরাইয়া চৌধুরী 
লেখক, কবি, ছড়াকার, শিক্ষিকা (অব.) ভিকারারুন নেসা নুন স্কুল এন্ড কলেজ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top