সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


নূপুর : আল মামুন মাহবুব আলম


প্রকাশিত:
১৫ জুলাই ২০২১ ২০:৩৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৪:২৩

 

তোমার চোখের জল কত না যত্নে মুছে দিলাম,
তোমার দু'পায়ের নূপুর খুলে রাখি
মসৃণ টেবিলে নিঃশব্দে: এক কোণে চায়ের কাপ
ধোঁয়ার আড়ালে দেখছি, আবার অশ্রু -

আমি শুধু অশ্রু দেখা আর মুঁছে দেয়ার শ্রমিক
আমি তোমার চোখে চোখ রাখতে চেয়ে পারিনি,
ধ্যান.তপস্যামগ্ন চোখে চোখ রাখা ডুব সাঁতারে
খেলায় সেখানে ফেনায়িত ঢেউ দিব্যি পড়ে ফেলি;
আমাকে নিরন্তর সন্তরণে ব্যস্ত রাখার খেলায় মেতেছ
আমার ঘাম মিশে যায় লোনা জলের ঢেউয়ে, এক
নিয়ন্ত্রিত পরিণামদর্শির খেলায় নূপুরনিক্বণ বাজাও
হৃদয়ছেঁড়া কান্নার কিছুই দেখো নাই লোনা ঝাপসা চোখে !

রাস্তার পাশে বাতাসে দোলে শটিবন দলে দলে
তোমার প্রতিটি ব্যথার অশ্রু মুঁছে দিই- মরি জ্বলে

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top