সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


তবুও আশা : শাহানারা পারভীন শিখা


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৭:৪৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২২:২০

 

সময়টা বড্ড খারাপ যাচ্ছে 
গুমোট আঁধার ঘেষে ঘেষে চলছে যেনো জীবন 
পাল্টে গেছে সময়ের হিসেব।
কেমন ভার ভার লাগে আজকাল 
কি জানি! কি অসুখের চোরাবালিতে ছিন্ন ভিন্ন সারা বিশ্ব! 
কাটছেই না শনির আখর;
দশদিক কাঁপিয়ে ছুটছে এপ্রান্ত থেকে ওপ্রান্ত। 
শত সহস্র বছরের অভিশাপ যেন জেঁকে বসেছে 
হিংস্র নখর বাড়িয়ে। 
জীবনটাকে টেনে টেনে বয়ে নিয়ে যাওয়া 
সুখহীন আনন্দহীন মুখভার এক জীবন। 
অন্ধকার! তবুও আমরা হিসেব কষি, 
অধীর অপেক্ষায় থাকি-
আঁধার পেরিয়ে 
একটু একটু করে আলোর দেখা মিলবে। 
নতুন করে ফের অন্ধকার পাতায়
স্পষ্ট হবে জীবনের গল্প। 
আলোয় ঝলমলে উজ্জ্বল দিনের গল্প। 
হারানোর বেদনা ভুলে 
আমরা আবারও ভালোবাসায় ভাসবো,
ফিরে পাবো হারিয়ে ফেলা জীবনের 
সুখকর সেই কাব্য।
রঙিন অক্ষরে লেখা হবে আমাদের দিনলিপি। 
বিবর্ণতা মানুষের জন্য নয়
আড়মোড়া ভেঙে জেগে উঠুক চারপাশ
স্রষ্টার আশীর্বাদ নেমে আসুক 
এই জীর্ণ ধরায়
প্রানের কলকাকলীতে ভরে উঠুক দশদিক। 
আবারও!  আবারও! 

 

শাহানারা পারভীন শিখা
কবি ও লেখক 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top