সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বসন্ত আলাপ : সুদীপ ঘোষাল


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৮:৪৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৩:৪৩

 

বসন্ত থেকে আনন্দ বিয়োগ করলে 
পড়ে থাকে শুকনো শরীর 
অথচ মীরার যাবার কথা ছিল না 
একটা অজুহাত জুটে গেলে 
পূর্ণিমা বসন্তের স্মৃতি বুকে হেঁটেছিল 
সহস্র মাইল জুড়ে অতর্কিতে প্রেম 
তারপর সে এক অন্য তাজমহলের কাহিনী 
ইতিহাস চাপা পড়ে গেছে শিল্পীর উদাসীন বুকে 
অথচ প্রেমিকের আবেগ থাকলে বিরহ শোষণে
তৈরি হয় মনমত ভাবের ভালোবাসা 
যেখানে মনের চার দেওয়ালের মাঝে কাঁদে 
বিচ্ছেদের বিরহ সুরে হারিয়ে যাওয়া সুখ   
প্রশ্ন চিহ্নের মত থেকেই যায় বাধা 
প্রেমিকার হৃদয়ে আসল বসন্ত আলাপের গাথা... 

 

সুদীপ ঘোষাল
পূর্ববর্ধমান, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top