সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


স্বাধীনতা : টুটু রহমান


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৭:৫১

 

স্বাধীনতা মানে স্বাধীন নয়
যখন যেমন খুশি,
ইচ্ছে হলেই অন্যের কাজে
বাধা হয়ে বসি।

মুক্ত বিহঙ্গ আকাশে স্বাধীন
মাছ স্বাধীন জলেতে,
মানুষ নামের শিকারী হতে
সব-ই বিপন্ন মর্ত্যে।

স্বাধীনতা স্বাধীন তখনই হয়
যখন থাকে শিক্ষা,
মানুষ নামের মানুষগুলো
পেলে গুরুর দিক্ষা।

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top