সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


পাখি ডেকেছিল : ফারুক নওয়াজ


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৭

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৫:০০

 

পাখি ডেকেছিল ডেকে উড়ে গেছে স্বর্গের কোন বনে..
চোখ বুঁজে আমি ঘুমভাব করে
থেকে গেছি অকারণে।

পাখি ডেকেছিল ডেকে ডেকে গেছে থেমে
যখন অঝোরে ঝমঝম করে বৃষ্টি এসেছে নেমে
বৃষ্টির তোড়ে যখন কিছুরই শব্দ যায়নি শোনা
যখন সকাল মনে হয়েছিল সাঁঝের আঁধারে বোনা
পাখির সুরের রেশ গেছে ঢেকে বৃষ্টির নির্ঝরে;
পাখি অযথাই ডেকে ডেকে শেষে উড়েছে তেপান্তরে।

পাখি চলে গেছে বুঝেছি যখন বৃষ্টি ফুরিয়ে গেল
যখন মেঘের ভাঁজ সরে সরে আকাশ স্বস্তি পেল
পাতা ধুয়ে ধুয়ে তালতমালেরা ছড়ালো সতেজ হাসি
ভেজা কেতকীর সৌরভে ঝিঁঝি বাজালো মিহিন বাঁশি
সোনালু শাখায় বসে নীলটিয়া যখনই ঝেড়েছে ডানা
তখনই বুঝেছি পাখি এসেছিল; আগে তা যায়নি জানা।

বৃষ্টি আমাকে জাদুর আবেশে করেছে সম্মোহিত
কোন বিভোরতা রেখেছে আমাকে অনুধ্যানে বিজড়িত
বুঝি নাই পাখি শিস দেবে বসে জানালার পাশে এসে
বুঝি নাই এই ঘনবৃষ্টিতে মধুসুর যাবে ভেসে
বুঝি নাই তার মৃদু আবাহন ঢেকে দেবে মেঘবারি
ডেকে ডেকে শেষে অজানার পাখি
অচেনায় দেবে পাড়ি।

পাখি ডেকেছিল; ডেকে উড়ে গেছে স্বর্গের ফুলবনে;
আমি শুধু শুধু বৃষ্টির গাথা রচে গেছি মনে মনে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top