সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


তুমি তাকে চেনো! : স্মারক জাকির 


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২১:০০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২১:০৩

ছবিঃ স্মারক জাকির 

 

তুমি তাকে চেনো!
হুম-, একদিন তো চেনা হয়- ই।
চেনা হয়,
চেনা কথায়।
চেনা হয়,
চেনা সুরে।
চেনা হয়,
চেনা গানে।

চেনা হয়,
চেনা গল্পে।
চেনা হয়,
চেনা পথে; যেতে যেতে....।
চেনা হয়,
চেনা জীবনের অভ্যাসে!

তুমি তাকে চেনো!
হুম-, একদিন তো চেনা হয়েই যায়।
চেনা হয়;
চেনা সূর্যের মত
চেনা দিনের মত
চেনা রাতের মত
চেনা হয়,
চেনা যত পুরোনো ক্ষত।

অথবা,
তুমি তাকে চেনো
শরৎ বেলার গোধূলী ঘাসে
মেঠো পথে যেতে যেতে...।
হয়তো,
তুমি তাকে চেনো
গন্তব্যহীন; কোন যাযাবরের মত।

তুমি তাকে চেনো
হুম-,... হয়তো খুব করে চেনো
মুখস্ত কোন গল্পের মত।

তুমি তাকে জানো!
হুম-,...
তুমি তাকে চিনে চিনে জানো।

তুমি তাকে জেনে জেনে চিনো!
তার প্রচ্ছদ; আড়ালে;
ছায়া নিবিড়তা;
ভাষাহীন ভাষা;
যেতে যেতে...
একা একা...।

 

স্মারক জাকির
কবি ও কথা সাহিত্যিক



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top