সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


বৃহন্নলা সংসার : এনামুল হক টগর


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০১:৫৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৪:৪৮

 

তোমরা মানুষ, কিন্তু কি বিস্ময়,তোমরা একজন পুরুষও নও!
তোমরা মানুষ, কিন্তু কি আজব,তোমরা একজন নারীও নও!
কিভাবে তোমরা দেশ সমাজ ও পৃথিবীর দিকে দিকে আলো দেবে বাস্তবিক,
বিজ্ঞানের চলমান সেবা আর কল্যাণ ছড়াবে সভ্যতার জ্ঞান অধিক।
কিভাবে তোমরা মানবতার প্রজ্ঞা ছড়াবে নতুন আলোয় আত্মিক,
কিভাবে তোমরা সমাজ সংস্কারে নিপুণ ভালোবাসা দেবে সংসার আলোক?
কিভাবে তোমরা সুন্দর সবল অভিজ্ঞতার মানুষগুলোকে প্রেম দেবে কর্মের ঝলক।
কিভাবে তোমরা সংসার বন্ধনে মৃত্তিকায় শস্যে উৎপাদনে করবে খাদ্য অধিক?
বৃক্ষতো শাখা প্রশাখায় ফুল ফোঁটায় ফল ধরায় বিজ্ঞ চৈতন্যে আত্মিক!
অনাবিল ক্ষুধামুক্তির কল্যাণে জীবনকে উৎসর্গ করে ঐশী আলোয় অলৌকিক।
মৌমাছিতো ভালোবাসার মানুষগুলোকে মধু বিলায় দেহের রোগমুক্তি ঔষধি সেবা।
নদীতো তৃষ্ণার্তের সুজন হয়ে প্রকৃতির সৌন্দর্যকে ভরিয়ে দেয় চির-সবুজ স্বাভাব,
প্রতিটি সৃষ্টিকে প্রেম সুধা পান করায় বিস্তীর্ণ মাঠের পর মাঠ দীর্ঘ প্রাণ সজিব।
কিন্তু হিজরার ছল চাতুরী পাগলামীর ভেতর শুধুই চঞ্চল বিপদ আজব।
ছলনা ও মরিচিকার ভালোবাসা অর্থহীন কর্মহীন অভাবের গজব।
তোমাদের চেহারার গুণাগুণ অপরূপ সৌন্দর্যে আর্দশময় সুদর্শন সুদর্শনা।
কিন্তু তোমরা জানো,পৃথিবীতে কর্ম ছাড়া সবই বিফল নিরর্থক ও মলিন।
ব্যর্থ ও নিষ্ফল জীবনগুলো ভবিষ্যৎ যন্ত্রণায় প্রেমহীন সংসারহীন বেমানান।
তোমাদের প্রজ্ঞার কর্ম দিয়ে দেশ সমাজ ও পৃথিবীকে আলো দাও প্রগতির চেতনা।
তোমাদের শ্রম ও মেধা দিয়ে বিশ্বকে সভ্যতায় জাগিয়ে তোল নব নব সৃষ্টি নির্মাণ।
তখন তোমাদেরকে কেউ কেউ হিজরা বললেও তা হবে অর্থহীন মানবতার বেদনা।
শ্রমজীবী ও কর্মজীবী আর্দশের সুন্দর গুণাগুণই হবে তোমরাই চলমান সফল জীবন।
যোগ্যতার আর্দশে তোমরা নিজেদেরকে গড়ে তুলতে পারলেই আগামীর পথ নিপুণ।
এক সময় তোমরাই হতে পারবে মানবতার দক্ষ কারিগর সুন্দর সংস্কার নতুন।
কর্মই জীবন, কর্মই প্রেম,কর্মই ভালোবাসা, কর্ম সফল হলেই স্বনির্ভর জীবন।
কর্মের দক্ষতা অর্জন করতে পারলে তোমরাই হবে সুন্দর সফল প্রাণ।
তখন কারো কথাতে তোমাদের আসেও না,
আবার কারো কথাতে তোমাদের কিছু যায়ও না।
অভিজ্ঞ শ্রমই তোমাদেরকে সুন্দর করে গড়ে তুলবে ভবিষ্যৎ ক্ষুধামুক্ত জীবন।
তোমাদের পরিশ্রমই তোমাদেরকে স্থিতি করে রাখবে মানবতার প্রজ্ঞায় আদব।
বিদগ্ধ প্রেমের বন্ধনে তোমরাই আবদ্ধ করে রাখতে পারবে ভালোবাসার বিশ্বাসী মানব।
অনাগত শস্যের আবাদে তোমরাই হবে সফল কর্মজীবী শ্যামল মাঠে সজিব।
জীবনের ফলাফল সুন্দর হলে,কেউ আর তোমাদেরকে স্বভাব,
হিজরা বলতে পারবে না কারণ তোমরা কর্মে শ্রমজীবী গৌরব।
এক সময় তোমরাই হবে প্রত্যাশার স্বনির্ভর দৃঢ় দীপ্ত প্রাণ দূর্জয় আজব।
তোমরাই আহ্বান করবে আগামী মানব প্রত্যাশার সু-ষমবন্টন সরল জীবন।
কারখানায় কারখানায় তোমরাই নতুন পণ্য আবিস্কার করবে দক্ষ শ্রমিক।
সময়ের চৈতন্যে তোমরাই হবে অবিস্মরণীয় অভিজ্ঞতায় দেশপ্রেম ঐক্য।
তোমরাই হবে আধুনিক প্রকৌশলী নির্মাণে নির্মাণে নতুন সৃষ্টির গুণাগুণ অধিক।
শুধু কর্ম খোঁজ, শুধু কর্ম করো, কর্মে কর্মে জীবনকে আলোকিত করো সত্য বিবেক।

 

এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top