সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


নষ্ট মানুষ : সাজিব চৌধুরী


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২১ ০০:৫৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০০:১৫

ছবি : সাজিব চৌধুরী

 

নষ্ট মানুষ নষ্ট বোঝে, নষ্ট নিয়ে থাকে;
কেউ যদি তার ভুলটা ধরে, কষ্ট দেবে তাকে।
নষ্ট মানুষ সব মানুষকে নষ্ট বলেই জানে;
সৎ মানুষের উচিৎ কথায় নষ্টামিটাই টানে।
নষ্ট মানুষ অভিনয়ে বড্ড পাকা থাকে;
অভিনয়টা পড়লে ধরা কামড় দেবে ফাঁকে।
নষ্ট মানুষ শ্রেষ্ঠ ভাবে নিজের মতো নিজে;
এমনভাবে বলবে কথা- একটা বড় কী যে!

নষ্ট মানুষ অন্ধ থাকে, বন্ধ থাকে মনটা;
মানুষ তাকে যেটাই ভাবুক বাজায় নিজের ঘন্টা।
নষ্ট মানুষ ভ্রষ্টামিতে একশতে পায় একশ;
যা খুশি তাই বলতে পারে, নেই মুখে তার টেক্-স।

নষ্ট মানুষ লজ্জাবিহীন কব্জা করে সবটা;
অসৎ বুদ্ধি রপ্ত থাকে, ভালোই করে জবটা।
নষ্ট থেকে দূরেই থাকুন রাখতে নিজের মানটা;
দূর থেকে সব দেখেই চলুন বুঝতে তাদের ভানটা।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top