সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


ভ্রান্তিবিলাস : সাজিব চৌধুরী


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২২ ০৩:০০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০১:০৪

ছবিঃ : সাজিব চৌধুরী

 

সে চলে গেছে কোনো সবুজের দেশে।
তাকে রাখতে পারিনি;
তাকে রাখতে পারিনি আমার দুকাঠা ক্ষেতে।
আমারও বিস্তৃত মাঠ ছিল; চাহিদার স্রোতে
তলিয়ে গেছে অতৃপ্তির নদীগহ্বরে।

বহুকাল পরে সেই নদী শুকিয়ে যায়;
মিটে যায় গতরের খিদে।
আবার পেয়ে যাই সেই মাঠ, পুরোনো বাতাস।
ফাগুনের চাঁদ ওঠে, অজস্র ফুল ফোটে,
তবুও মাঠজুড়ে কী যেন হাহাকার!

অবারিত ভূমি, সুনন্দ আকাশ;
কোথাও আশ্রয় নেই এতটুকু দাঁড়াবার।
আমি আমাকে ফেলে যাই;
খুঁজি তারে আহত ডানায় ভর করে
সেই চেনা পথে, সেই অভ্যস্ত উদ্যানে, ভোর থেকে
দুপুর পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে ঘুমের শহরে।
যে চলে যায়, তাকে কি খুঁজে পাওয়া যায়?
তবুও খুঁজি তারে ভ্রান্তির বিলাসে।


সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top