সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


স্বাধীনতা গৌরবের : সাজিব চৌধুরী


প্রকাশিত:
২৫ মার্চ ২০২২ ০১:৩৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০২:১৭

 

ধরো তুমি পরাধীন,
সাময়িক ঢুকে পড়ো চিড়িয়াখানায়।
তুমি হতে পারো বাঘ কিংবা সিংহ,
খাঁচা অবধারিত তোমার জন্যে।
ঘুম থেকে উঠে পেয়ে যাচ্ছো খাবারের থালা,
বেলা গড়াতেই উচ্ছ্বাস আবালবৃদ্ধবনিতার।
কেউ দেখে চুপ করে চলে যায়,
কেউ হাসে, কেউ ভেংচি কাটে।

অজস্রবার গেয়েছ শিকল ভাঙার গান,
তুমি চেয়েছো সুন্দরবন,
কিন্তু, চোখের সম্মুখে খুঁজে পাও বদ্ধ খাঁচা।
দয়াপরবশ খাদ্য তুমি চাওনি,
চাওনি তুমি সহানুভূতির বিলাসী পেয়ালা।
তুমি চেয়েছ অরণ্য, মুক্ত পথের বন্ধন।
তুমি চেয়েছ গৌরব, স্বাধীন চেতনা।

পথেহাঁটা লোক পথ চায়, পাখি চায় সবুজের চাষাবাদ,
চিড়িয়া'র প্রাণীগুলো অরণ্যের সুখ চায়,
রোদ চায় তার অবাধ প্রকাশ।
এতোটুকু ব্যবধান যে বুঝে না, সে আজন্ম পরাধীন।

যারা স্বাধীনতা চায়, তারা অন্য কিছু তো চায় না।
তারা জানে, স্বাধীনতা পেলে পাখি উড়ে যায়,
নদী হারিয়ে যায় সাগরে।
স্বাধীনতা পেলে অন্ধকারে চাঁদ ওঠে,
সূর্যটা দীপ্তি ছড়ায় হৃদয়ে-মগজে।

আমি শুধু স্বাধীনতার কথা বলছি।
যেখানে স্বাধীনতা সেখানে অধিকার পাখা মেলে।
যারা স্বাধিকার কেড়ে নিতে জানে না
তারা পরাধীনতার গ্লানি বুঝে না।
স্বাধীনতা বিকাশের, স্বাধীনতা সৌহার্দ্যের
স্বাধীনতা কথাটি তৃপ্তি ও গৌরবের,
স্বাধীনতা কথাটি তোমার, আমার এবং আমাদের।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top