সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


মৃত মানুষ কোন স্বপ্ন দেখে না: সোলায়মান দেওয়ান


প্রকাশিত:
২ আগস্ট ২০২৪ ১২:৫৬

আপডেট:
৩ আগস্ট ২০২৪ ১৩:৪৯

ছবি: গ্রাফিক্স

 

ওরা সবাই মরে গেছে, মৃত জ্যোৎস্নায় পড়ে আছে 
ওদের রক্তাক্ত লাশ গুলি
মৃত লাশ কোন স্বপ্ন দেখে না,
তথাপি পৃথিবীর হিম শীতল বায়ু, দূর্জয় ধূসর পাহাড়
সমুদ্র নদী আর সোনালী ফসলের মাঠ
এই লাশ নিয়ে আজো স্বপ্ন দেখে
তারা জানে না, বিশাল দেহী ভালুক মৃত মানুষ খায় না ।
আমাদের বিবেক বলে আজ কিছু নেই
আমাদের হৃদয় আজ অনুভূতিহীন কুয়াশার চাদর
আমাদের হাত অচল পা অচল এক ঠায় বসে থাকা পাথরের মত
আমাদের শরীরটা হয়ে আছে নিস্তেজ নিথর 
মেঘহীন আকাশে বিদ্যূতের ঝিলিক
ধীরে ধীরে ঢেকে দিচ্ছে আমাদের পৃথিবী
আমরা শুধু চেয়ে দেখছি
শ্বাপদের নিষ্ঠুর নখর থাবায় খুলে যাচ্ছে রক্তহীন মাংসগুলি
তবু কোন শব্দ কোন চিৎকার নেই প্রকৃতির মাঝে 
মনে হয় এক সীমাহীন শূন্যতা দাঁত কামড়ে পড়ে আছে ।
গলিত লাশগুলি দেখে একে একে ঘুরপাক খাচ্ছে শকুনের দল
উম্মাদ হায়েনার তীব্র আর্তনাদে কম্পমান বাতাস
আমরা বিভাজিত হয়ে আছি জ্যামিতিক আকারে
ধোঁয়ার কুন্ডলীর মত বিপর্যস্ত আজ মানুষের বিশ্বাস
বধির স্থবির অনড় হয়ে ভাবছি আমরা কি যাব নাকি যাব না
লোভ ভয় ত্রাসের কাছে আমরা বার বার নতজানু হই
আমরা বিক্রীত হই প্রতিদিন আলো এবং আঁধারে
একটা নিরীহ কুকুরও বুঝে আমরা মানুষ শুধু বুঝি না
ত্রিভুজের বৃহত্তম বাহু কখনো দুই বাহুর সমষ্টির থেকে বড় হয় না।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top