সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


নিস্তব্ধতার বন্ধু : মুন্সি আব্দুল কাদির


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২০ ২১:০৮

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৪১

 

আমি আঁধারে নিস্তব্ধতা সাথে কথা বলি
রাতের জোৎস্নার সাথে কথা বলি
রাতের চাঁদ ও মিটিমিটি তারার সাথেও কথা হয়
জোনাকি পোকাও বাদ যায় না।

আঁধারের নিস্তব্ধতা নিঃসঙ্গতা এনে দেয়
সব যেন পর আর অচেনা হয়ে যায়
কিন্তু যে চির চেনা.
প্রতিদিন আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধতার স্পর্শে ঘুমের কোলে নিয়ে যায়
একটি নিবিড় ঘুমে উদ্যমী করে তোলে
সে আমাকে চিনতে সাহায্য করে, ভাবুক হতে শেখায়।

চাঁদ ও জোৎস্না আমার স্বপ্ন জাগিয়ে তুলে
মিটিমিটি তারা দূর অজানায় হারিয়ে দেয়
জোনাকি পোকা নেচে খেলে চিন্তা সরিয়ে দেয়
সবাই আমার আপন, আমি পারি নি আপন করে নিতে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top