সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


 যবনিকার তথ্য বিভ্রাট  : এম এ ওয়াজেদ


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২২:৩৮

 

হে মহাজীবন! আবার আশাবাদী হও;
ধ্বংসোন্মুখ লোকালয়ে শ্রান্তিহর প্রভাত আসবে
বেদনার শুভ্রজলে সিক্ত হবে প্রেমের পুষ্পকানন
থেমে যাবে শৃগালের অশুভ চিৎকার
নিভে যাবে ঘর্মার্ত নরকাগ্নির জ্বালামুখ
সভ্যতার বৃক্ষমূলে -
কাতারবন্দি উৎপীড়িতের আবার বসন্তোৎসব আসবে৷

ছিঁড়ে গেছে বৈশ্বিক কপটের কৈশিকা নাড়ি
ঐ দেখ মিছিলে জমায়েত গণকবরের হাড়গুলি
মর্ত্যলোকের মানবিক জংশনে জয়িষ্ণু জনতার কলেরব
জরাগ্রস্ত দস্তরখানা কম্পিত যেন অয়োমল
দন্তহীন নির্বোধের অরক্ষিত দখলিস্বত্ব হস্তচ্যুত;
হে মহাজীবন! এসো এবার কিংবদন্তীর তকমা লাগাই৷

জুলুমের পতনদ্বারে আঘাত হানে সৃষ্টির প্রেমপুরুষ
ভেসে যায় রাক্ষসপুরীর আবক্ষলম্বিত শোষণের জলাধার
হে মহাজীবন! তথ্য বিভ্রাটের বিষাক্ত বিশ্বকোষ
অবশেষে খোঁজ করে খণ্ড জগৎ
যবনিকার ব্যর্থ পৃষ্ঠা নিক্ষিপ্ত হয় শিরোনামহীন ভাগাড়ে৷৷



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top