সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


ভাষার জন্য : শাহানারা পারভীন শিখা


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৮:৫৬

ছবিঃ শাহানারা পারভীন শিখা

 

সেদিনও ছিল এমনই
ফাগুন রাঙানো এক ক্ষণ।
ছিল দখিনা বাতাস
কোকিলের কন্ঠে গান।
শিমুল পলাশ ফুটেছিল গাছের শাখে
আম্র মুকুল ধরে ছিল থরে থরে।

এরই মাঝে বুকের গভীরে
গাঢ় ক্ষত পুষে পুষে,
ভাষার জন্য লড়তে থাকা কিছু সতেজ প্রান
দ্বিধা ভুলে নেমে আসে পথে
বাংলা ভাষার তরে।
'রাষ্ট্র ভাষা বাংলা চাই'-
মুষ্ঠিবদ্ধ হাত।
বজ্রকন্ঠ ছড়িয়ে যায় দিক থেকে দিকে।
সময়ের সাথে সাথে
মিছিলের স্রোত বাড়তে থাকে।

উর্দূকে ছূড়ে ফেলার প্রত্যয়ে
বাঁধ সাধে ভীত কাপুরুষের দল।
গর্জে ওঠে অস্ত্র।
রাস্তায় ঝরে পরা রক্তলাল শিমূল পলাশের সাথে
 তাজা রক্ত ঝরে পরে।
সালাম রফিক জব্বার সহ নাম না জানা অনেকের লালরক্তে রঞ্জিত হয়ে ওঠে রাজপথ।

তবুও পিছু হটেনি তারা।
এগিয়ে গেছে সদর্পে।
ছিনিয়ে আনে আমাদের মায়ের ভাষা,
বাঙালির প্রানের বাংলা ভাষা।

আজও ফাগুন এলে
আগুন দিনের গল্পগুলো
প্রানের মাঝে জেগে ওঠে।
ভুলিনি ভুলবো না
সেই সব ভাষা শহীদদের
যারা ভাষার জন্য প্রান দিয়েছিল
এই মধু মাস বসন্তে।

 

শাহানারা পারভীন শিখা 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top