সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ইচ্ছা আর স্বপ্নের বয়েস : সেলিনা পারভীন


প্রকাশিত:
২৭ মার্চ ২০২১ ২০:৩৩

আপডেট:
১৯ জুন ২০২১ ২০:৩৫

 

একটা বয়সের পর!!!
মনের কথাগুলো সব , চাইলেও যায় না বলা আর
মনের কথা, কষ্টগুলো তাই, মনেতে রয়ে যায়
সংসারের শত ঝামেলা আর শত কাজের মাঝে 
নিজের ইচ্ছে আর স্বপ্নগুলো ডানা মেলতে যায় ভুলে।

সংসারের অন্য মানুষের স্বপ্নগুলো পূরণ করতে করতে 
নিজের ইচ্ছা আর স্বপ্নগুলো সব, নিজেরই অজান্তে
মনের মাঝে রয়ে যায় চিরদিন অজানা, অচেনা হয়ে,
নিজের ইচ্ছা আর স্বপ্নগুলো পূরণ না হলে কষ্ট পাবো
ছি! ছি ! এসব কথা কি, এই বয়সে বলা, এখন চলে ?
মনের কথা তাই,অব্যক্ত রয়ে যায় নিভৃত মনের কোনে।

ত্রিশ চল্লিশ বছর বয়সের পর ! নিজের স্বামীকেও 
যায় না বলা মনটি খুলে আর নিজের স্বপ্নের কথাগুলো
তখন শুধুই অপরের সুখ দুঃখের কথাটা বলা চলে
নিজের চাওয়া পাওয়ার কথাগুলো বলাটা ভারি লজ্জার
এসব কথা তখন, শুনতে লাগে বড়ই বিরক্তিকর বিচ্ছিরি
অন্যের কাছে সেটা ভিষন বেমানান আর বড়ই ন্যাকামী।

শরীরের বয়সটা যে বাড়ে, শুধুই কেবল তরতরিয়ে
ইচ্ছা আর স্বপ্নের বয়েস, রয়ে যায় কৈশোরের কালেতে
মনটা এখনো ভালোবাসাটাই সবার কাছে, শুধু সে চায়
অবহেলা অবজ্ঞা কারো কাছে পেলে,  আজো সে যে
কৈশোরের সেই কালের মতোই, নীরবে মুখটি লুকিয়ে
লজ্জা আর অভিমানে ভিষন......এখনো সে কষ্ট পায়।

বোঝে না কেউ, ইচ্ছা আর স্বপ্নের হয় না কোন বয়েস
মনের মাঝে থাকে তারা চিরদিন, চিরযৌবনা হয়ে
অপশ্বরীর মত দম্ভভরে রাজরানীর মত চিরকাল 
আপন খেয়ালে নিজের মত, মনেতে করে সে বসবাস।

ইচ্ছা আর স্বপ্নেরা পাল্টেছে শুধু তার,আগের সেই রূপ 
মনের মাঝেতে রয়েছে সে , আগেরই মতো যে অবুঝ
স্বপ্নেরা এখন বাস করে স্বামী সন্তানের স্বপ্নগুলোর মাঝে
ইচ্ছা আর স্বপ্নেরা রয়েছে তার আগের কৈশরকালেতে 
এখনো পৌঁছায়নি সে তার শেষ বয়সের বৃদ্ধকালেতে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top