সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


সবুজের কান্না : জয়দেব বেরা (রামধনু)


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২১ ২১:৫৫

আপডেট:
২৩ আগস্ট ২০২১ ২১:৫৮

 

আজ যন্ত্রসভ্যতায় চাপা পড়েছে
সবুজে ঘেরা প্রান্তর,
চারিদিকে দেখা যায়,
শুধু সবুজের ধবংসলীলা।
যে ধ্বংসলীলায় নিযুক্ত মানুষ;
মানুষের নির্মম কর্মযজ্ঞের
শিকার আজ সবুজ।
তাইতো বলি, সবুজ আজ কাঁদছে;
তোমরা সবাই সবুজের পাশে দাঁড়াও।
সবুজের এই কান্নায়;
এই পৃথিবী আজ জর্জরিত।
সবুজের এই ধ্বংসের দরুন;
মানুষ আজ নানা রোগে নিমজ্জিত।
তাই এই পৃথিবী অশ্রুভরা চোখে,
বলে উঠে তোমরা রক্ষা করো আমাকে;
আমি যে হারিয়ে যাচ্ছি সবুজের কান্নায়।
তাই, তোমরা সবাই সবুজ বাঁচাও,
আর বন্ধ কর সবুজের ধ্বংস,
বন্ধ কর সবুজের কান্না
আর আমাকে সাজিয়ে-
তোলো সবুজের অলংকারে।
এই সবুজের মধ্যেই আমি
নিজেকে বাঁচিয়ে রাখবো।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top