সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ইলিশ মাছের মজাদার ভর্তা


প্রকাশিত:
৬ নভেম্বর ২০১৯ ০০:৪২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:০৬

ইলিশ মাছের মজাদার ভর্তা

প্রভাত ফেরী ডেস্ক: ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আরে এখন চলছে ইলিশের মৌসুম। আর এটি এমন একটি মাছ, যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজা লাগে। যারা ভর্তা খুব পছন্দ করেন তাদের জন্য সুখবর হলো, ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তাও। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গেও এ ভর্তা খুবই সুস্বাদু.. তাই আজ আমরা জানবো কিভাবে ইলিশ মাছ দিয়ে ভর্তা তৈরি করা যায়।



উপকরণ :



ইলিশ মাছের টুকরো -৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি টেবিল চামচ, কাঁচামরিচ কুচি চা চামচ, শুকনো মরিচ ১টি, হলুদ গুঁড়া চা চামচ, মরিচ গুঁড়া চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং সরিষা তেল ভাজার জন্য।



প্রণালি :



মাছের টুকরো ভালো করে ধুয়ে এতে মসলা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিন। পেঁয়াজ, ধনেপাতা কাঁচামরিচ কুচি মচমচে করে ভেজে নিন। মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে নিন। এখন মাছের সঙ্গে ভাজা উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তৈরি করুন ইলিশের লোভনীয় ভর্তা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top