সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার রোনালদো


প্রকাশিত:
৬ জুন ২০২০ ২২:৪০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২০:১১

রোনাল্ডো, ফাইল ছবি

 

প্রভাত ফেরী: ক্রিশ্চিয়ানো রোনালদো, সকালের সবচেয়ে ব্যয়বহুল এই প্রতিদ্বন্দ্বীর পাশে যুক্ত করুন আরও একটি শূন্য। গত বছর ফুটবলে সর্বোচ্চ ১০৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করা পর্তুগিজ যুবরাজ নিজের নাম লিখিয়েছেন ফোর্বসের শীর্ষ ১০০ ক্রীড়াবিদদের তালিকার চারে; চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে ছিলেন একধাপ ওপরে। জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড এবার নিজের নাম তুললেন ইতিহাসের পাতায়। ফোর্বস জানিয়েছে, প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের মালিক বনে গেছেন রোনালদো।

বিশ্বে সব মিলিয়ে তৃতীয় অ্যাথলেট হিসেবে খেলা চালিয়ে যাওয়া অবস্থায় ১ বিলিয়ন আয়ের মাইলফলক স্পর্শ করেছেন ৩৫ বছর বয়সি এই স্ট্রাইকার। রোনালদোর আগে এই কীর্তি গড়া দুজন হলেন- টাইগার উডস এবং ফ্লয়েড মেওয়েদার। ক্যারিয়ার চলাকালীন অবস্থায় টাইগার প্রথম অ্যাথলেট হিসেবে বনে যান বিলিয়নিয়ার। ব্যান্ড নাইকির সঙ্গে দীর্ঘ সময় ধরে চুক্তির বদৌলতে বিশেষ এই মাইলফলক স্পর্শ করেন গলফের এই রাজা। যিনি খেলে চলেছেন এখনও।

গলফ কিংবদন্তির পর একই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম তুলতে ফ্লয়েডের লাগে প্রায় আট বছর। ২০১৭ সালে দ্বিতীয় অ্যাথলেট হিসেবে বিলিয়নিয়ার খেতাব পান এই মুষ্ঠিযোদ্ধা। এই দুই তারকার ছুঁতে বেশ সময় ধরেই ছুটছিলেন রোনালদো। কিছুটা বিলম্ব হয় করোনাভাইরাস মহামারির কারণে। অন্যথায় চলতি বছরের শুরুতেই ইতিহাস গড়া হয়ে যেত পর্তুগালের মহানায়কের। যাহোক বিলম্ব হলেও অবশেষে বিলিয়নিয়ারের খাতায় উঠেছে রোনালদোর নাম।

ফুটবল ইতিহাসে রোনালদোর সাফল্য ঈর্ষণীয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার। ৩৫ বছর বয়সি তারকা ইংল্যান্ডে ঘরোয়া শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনবার, স্পেনে দুবার এবং ইতালিতে এখন পর্যন্ত একবার। ক্লাব ক্যারিয়ারে পর্তুগিজ যুবরাজ পাঁচবার পেয়েছেন ‘চ্যাম্পিয়ন্স লিগ উইনার্স মেডেল’। আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদোর সবচেয়ে বড় সাফল্য ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিহাস গড়েছেন রোনালদো। ইন্সটাগ্রামে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ফলোয়ার এই অ্যাথলেটের। বিশ্বজুড়ে তার এই জনপ্রিয়তার কারণে মাত্র ২৪ ঘণ্টায় রোনালদোর নাম সম্বলিত ৫ লাখ ২০ হাজার জার্সি বিক্রি করে জুভেন্টাস আয় করেছে ৬০ মিলিয়নেরও বেশি ডলার। এ ছাড়া ২০১৬ সালে নাইকির সঙ্গে ‘লাইফটাইম’ চুক্তি করা রোনালদো প্রতিবছর পাচ্ছেন ২০ মিলিয়নেরও বেশি ডলার।

ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, ১৭ বছরের ক্যারিয়ারে ৬৫০ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। জুভেন্টাসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সালে শেষ হবে। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তার ক্যারিয়ার সেলারি (বেতন) দাঁড়াবে ৭৬৫ মিলিয়ন ডলারে। মেসি, যিনি রোনালদোর ৩ বছর পর সিনিয়র পর্যায়ে খেলা শুরু করেছেন, ২০০৫ সালের পর থেকে তার মোট আয় ৬০৫ মিলিয়ন ডলার।

আয়ের দিক থেকে ফুটবল বিশ্বে এলিয়েন খ্যাত এই দুই ফুটবলারের ধারে কাছেও নেই অন্য কোনো অ্যাথলেট। রোনালদো-মেসির পর রয়েছেন ২০১৬ সালে অবসরে যাওয়া অ্যালেক্স রদ্রিগেজ। মেজর লিগ বেসবলে ২২ বছরের ক্যারিয়ারে নিউইয়র্কের সাবেক এই অ্যাথলেট স্যালারি থেকে আয় করেছেন ৪৫০ মিলিয়ন ডলার। এরপর সকাল লিজেন্ড ডেভিড বেকহাম। যিনি ক্যারিয়ার জুড়ে আয় করেছেন ৫০০ মিলিয়ন ডলার। তবে তার এই আয় বেতন ও ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, এই দুটো মিলিয়ে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top