সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে অনুশীলন চালুর কথা ভাবছে বিসিবি


প্রকাশিত:
৮ জুন ২০২০ ২৩:০৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০২:৫৮

 

প্রভাত ফেরী: করোনাভাইরাস নামক মহামারি সবকিছুই ওলটপালট করে দিয়েছে। স্থবির হয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন। প্রায় তিন মাস ধরে মাঠে খেলা নেই। খেলা দূরে থাক, করোনার সংক্রমণ থেকে বাঁচতে নিজেদের ঘরবন্দি করেই রেখেছেন ক্রীড়াবিদরা। ক্রিকেটাররাও ব্যতিক্রম নন। এভাবে ঘরে বসে থাকতে থাকতে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে।

মুশফিকুর রহিমের মতো কেউ কেউ বাসায় ফিটনেস নিয়ে কাজ করছেন। কিন্তু অনেকের আবার সেই সুযোগ-সুবিধা নেই। তা ছাড়া বাসার ফিটনেস আর আউটডোর ফিটনেস তো আর এক বিষয় নয়। সঙ্গত কারণেই করোনা সঙ্কটের মধ্যেও টাইগারদের অনুশীলন নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সেই ভাবনা থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে প্রস্তুত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

কদিন আগে মুশফিকুর রহিমসহ আরও কয়েকজন ক্রিকেটার বিসিবির কাছে অনুরোধ জানান, যেন মাঠে তাদের ব্যক্তিগতভাবে অনুশীলনের অনুমতি দেওয়া হয়। সতর্কতার অংশ হিসেবে বিসিবি প্রথমে তাদের সেই অনুরোধে সাড়া দেয়নি। পরে অবশ্য সবদিক বিবেচনা করে তাদের দাবি মেনে নিয়েছে। এরই প্রেক্ষিতে তৈরি করা হয়েছে মাঠ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই বিসিবির ব্যবস্থাপনায় মুশফিকসহ আগ্রহী অন্য ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন।

পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে সেটিকে দলগত অনুশীলনে রূপ দেওয়ার ভাবনাও আছে বিসিবির। সেভাবেই মেডিকেল বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সময় নিয়েছে বোর্ড। মূলত এ কারণেই শুরুতে মুশফিকদের ব্যক্তিগত অনুশীলনে না বলেছিল বিসিবি। সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

 তিনি বলেছেন, ‘সুযোগ-সুবিধার দিকগুলো প্রস্তুত না করে আমরা ওদের অনুশীলন করতে দিতে পারি না। মুশফিকসহ আরও চার-পাঁচজন ক্রিকেটারকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। এখন আমরা সবকিছুই প্রস্তুত করছি, করা হয়ে গেলেই ওরা কেউ চাইলে ব্যক্তিগতভাবে এসে অনুশীলন করে যেতে পারবে। আশা করি আগামী চার-পাঁচ দিনের মধ্যেই আমরা সেই ব্যবস্থা করে দিতে পারব।’

নিঃসন্দেহে মুশফিকদের জন্য খুশির খবর এটি। ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররাও চাইলে এই সুবিধা নিতে পারবে। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং কক্সবাজারেও অনুশীলন চালুর ব্যবস্থা করছে বিসিবি। কিন্তু সেই সুবিধা আপাতত নিতে চাইছেন না মুমিনুল হক। টাইগারদের টেস্ট অধিনায়ককে ঘিরে ধরেছে করোনা সংক্রমণের ভয়। পরিবারের সঙ্গে নিজ শহর কক্সবাজারে অবস্থান করছেন তিনি।

সেখানকার করোনা পরিস্থিতি নাকি ভালো নয়। এর মধ্যেই কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন সুবিধা চালু করতে যাচ্ছে বিসিবি। কিন্তু মুমিনুল অনুশীলনে যেতে নারাজ। একটি ইংরেজি দৈনিককে তিনি বলেছেন, ‘কক্সবাজার এখন লকডাউনের মধ্যে আছে। এই পরিস্থিতিতে আমি কীভাবে অনুশীলনের কথা ভাবি?’

আগামী মাসে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা বাংলাদেশের। সিরিজটি আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজটি তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। কিন্তু বাংলাদেশের করোনা পরিস্থিতি অনুকূলে নয়। তবে সিরিজ আয়োজনে শ্রীলঙ্কা তৈরি। তারা দ্রুতই ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া। হাতে এখনও দেড় মাস সময় থাকায় বাংলাদেশ এখনও সিরিজটি নিয়ে হ্যাঁ-না কিছুই বলেনি। তবে এরই মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে ফেরার সুযোগ করে দেওয়া, অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা জাগিয়ে তুলতে চাইছেন।

যদি শেষতক সফরটি হয়, সেক্ষেত্রে মুমিনুলকে তো অনুশীলনে ফিরতেই হবে। তিনি দলীয় অধিনায়ক। তিনিই যদি প্রস্তুত না থাকেন, তবে সফরটি কীভাবে এগোবে? এমন প্রশ্নের জবাবেই মুমিনুল শুনিয়েছেন অবাক করা কথা। টাইগার দলপতি নাকি এই সফরের বিষয়ে এখনও কিছু জানেনই না। তার সাফ কথা, ‘আমি এই সফরের বিষয়ে কিছুই জানি না। এ বিষয়ে কিছু শুনিনি আমি।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top