সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


চ্যাম্পিয়নের মতোই ফিরল বার্সেলোনা


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ২১:২৫

আপডেট:
১৫ জুন ২০২০ ২১:২৬

 (দীর্ঘ বিরতির পর নিজের স্বরুপেই ফিরলেন লিওনেল মেসি)

 

প্রভাত ফেরী: লা লিগা মিশনে খুব স্বস্তিতে আছে বার্সেলোনা, এট বলা যাবে না। করোনাভাইরাস মহামারিতে লিগ বন্ধ হওয়ার আগ পর্যন্ত টেবিলের শীর্ষে ছিল ২ পয়েন্টে এগিয়ে। সব দলের সমান ২৭ ম্যাচ শেষে শিরোপা জয়ের দৌড়ে কিকে সেতিয়েনের শিষ্যদের হাড্ডাহাড্ডি লড়াই চলছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে। করোনা আতঙ্ককে বুড়ো আঙুল দেখিয়ে স্পেনে ফের গড়িয়েছে ফুটবলের জমজমাট এই লড়াই। নতুন শুরুটা দারুণ এক জয়ে রাঙিয়েছে বার্সা। মায়োর্কাকে উড়িয়ে দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফিরেছে চ্যাম্পিয়নদের মতোই।

দর্শকশূন্য মাঠে বার্সার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ম্যাচ জুড়ে শাসন করেছে স্বাগতিক মায়োর্কাকে। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে কাতালানদের স্বপ্নীল শুরু উপহার দেন আর্তুরো ভিদাল; দলকে এগিয়ে নেন ম্যাচের দুই মিনিট না পেরুতেই। শুরুতেই চিলিয়ান এই মিডফিল্ডারের গড়ে দেওয়ার প্ল্যাটফর্মে সফল সমাপ্তি টানেন লিওনেল মেসি। প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আর্জেন্টাইন খুদে জাদুকর নিজেকে তুলেন অনন্য উচ্চতায় এবং ৪-০ গোলের বড় জয়ের সুবাদে মুখে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়েন বার্সা কোচ সেতিয়েন আর তার শিষ্যরা।

মজার বিষয় হলো, গ্রীষ্মকালীন উইন্ডোতে নতুন চুক্তির জন্য ফান্ড জোগাড় করতে ভিদালকে বিক্রির কথা ভাবছে বার্সা। যার স্ট্রাইকেই ম্যাচে গোলবন্যার শুরু কাতালান ক্লাবটির, সেটাও দুই মিনিটের মধ্যে। বল নিয়ে আক্রমণে ওঠে আসেন ফ্রেঙ্কি ডি ইয়ং। পাস পেয়ে বাঁ দিক থেকে ক্রস খেলেছিলেন জর্দি আলবা এবং মাথার স্পর্শে স্বাগতিক গোলরক্ষক মানোলো রেইনাকে পরাস্ত করেন ভিদাল (১-০)। পারফর্ম করেই চিলিয়ান মিডফিল্ডার বুঝিয়ে দেন, ক্লাবের হয়ে নবম লিগ শিরোপা জিততে এখনও কতটা মরিয়া এবং দৃঢ় প্রতিজ্ঞ তিনি।

অনেক কিছু প্রমাণের বাকি থাকা আরেক খেলোয়াড়ের পায়ের জাদুতে ম্যাচে দেখা মিলে দ্বিতীয় গোলের। মার্টিন ব্রেথওয়েটের এটা শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, বার্সায় তিনি কেবল অসুস্থ কারও বিকল্প। তবে এবার লুইস সুয়ারেজের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়ে সমালোচনার জবাব দিলেন ড্যানিশ ফরোয়ার্ড। আর এ জন্য মেসিকে একটি ধন্যবাদ দিতেই পারেন ব্রেথওয়েট। কেননা ৩৭ মিনিটে বার্সা তারকার হেড থেকে বল পেয়েই ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পান ২৯ বছর বয়সি এই ফরোয়ার্ড (২-০)।

দুই গোলে এগিয়ে থাকার স্বস্তির পর দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে সুয়ারেজকে মাঠে নামান সেতিয়েন। এতে হাঁটুতে অস্ত্রোপচার করানোর পাঁচ মাস পর মাঠে ফেরা হলো উরুগুইয়ান স্ট্রাইকারের। এটা অবশ্য করোনার আশীর্বাদে! কারণ সুয়ারেজ শৈলবেদের ছুরির তলে যাওয়ার পর ধারণা করা হয়েছিল যে তার ২০১৯-২০ মৌসুমটাই শেষ। কিন্তু কোভিড-১৯ ভাইরাসের প্রার্দুভাবে পাল্টে গেছে সব হিসেব। লম্বা সময় লিগ বন্ধ থাকায় পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে এবং ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে সুয়ারেজের ফেরা হলো চলতি মৌসুমেই।

এদিকে নতুন শুরুর ম্যাচে বার্সা কোচের চমক ছিল রোনালদো আরাউজো। ক্লেমেন্ট লেঙ্কেলেটের অনুপস্থিতিতে ২১ বছর বয়সি ফুটবলারকে শুরুতেই মাঠে নামান সেতিয়েন এবং দ্বিতীয়ার্ধে মেসির পাশাপাশিই খেলেন উরুগুইয়ান তরুণ এই ডিফেন্ডার। আরাউজোকে খেলানোর সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছেÑ বার্সায় স্যামুয়েল উমতিতির ভবিষ্যৎ নিয়ে! কারণ ধারণা করা হচ্ছিল, লেঙ্গেলেটের অনুপস্থিতিতে শুরুর একাদশে সুযোগ পাবেন উমতিতি। কিন্তু সেই সুযোগ পাননি ফরাসি ডিফেন্ডার।

তবে ঝুঁকি নিয়েও সফল সেতিয়েন। অ্যাওয়ে ম্যাচে তার দলকে হজম করতে হয়নি কোনো গোল। অবশ্য দুই অর্ধে গোলের দারুণ দুটো সুযোগ পেয়েছিল মায়োর্কা। প্রথম সুযোগ নষ্ট করেন অ্যালেহান্দ্রো পোহো। দ্বিতীয়ার্ধে স্প্যানিশ মিডফিল্ডারের শট অল্পের জন্য চলে যায় গোলপোস্ট ঘেঁষে। এর আগে প্রথমার্ধে বার্সার ত্রাণকর্তা ছিল মার্ক-আন্দ্রে টের স্টেগান। দুর্দান্ত এক শট নিয়েছিলেন মায়োর্কার জাপানিজ মিডফিল্ডার টেকফুসা কুবু। কিন্তু দারুণ সেভে দলকে গোল হজম থেকে রক্ষা করেন বার্সার জার্মান গোলরক্ষক।

সুযোগ হাতছাড়া হয়েছে বার্সারও। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন ব্রেথওয়েট কিন্তু মেসির পাস থেকে পাওয়া বল কাজে লাগাতে পারেননি তিনি। শট গোলবারে প্রতিহত হলে গোল না পাওয়ার হতাশায় পুড়তে হয় আরাউজোকেও। এর ১০ মিনিট বাদেই তৃতীয় গোলের দেখা পায় অতিথিরা। ৭৯ মিনিটে লম্বা পাস থেকে বল পান জর্দি আলবা। যা অনায়াসেই প্রতিপক্ষের জালে পাঠান বার্সার স্প্যানিশ এই ডিফেন্ডার। এরপর ইনজুরি সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি (৪-০)।

এই জয়ের পর ২৮ ম্যাচে ১৯ জয়, ৪ ড্র এবং ৫ হারে ৬১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থান আগলে রেখেছে সেতিয়েনের বার্সা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top