সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


কোহলির ক্রমাগত উন্নতি, ভয়ে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২২ জুন ২০২০ ২১:০০

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৩:৩৭

 

প্রভাত ফেরী: প্রতিনিয়ত খেলায় উন্নতি করে যাচ্ছেন বিরাট কোহলি। এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। সমান তালে তিন ফরম্যাটে রান করার অদ্ভুত সামর্থ্য তার। তিন ফরম্যাটেই ৫০+ গড় নিয়ে খেলা বিশ্বের একমাত্র ব্যাটসম্যান এখন তিনি।

কোহলির ক্রমাগত উন্নতির এ বিষয়টি ভয়ের কারণ বলে মনে করেন বর্তমান বিশ্বের আরেক সেরা ব্যাটসম্যান ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। তার মতে, এরই মধ্যে ভারতের হয়ে অবিশ্বাস্য সব কীর্তি গড়েছেন কোহলি।

ভিভিএস লক্ষণ ও জাতিন সাপ্রুর সঙ্গে স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড শো’তে স্মিথ বলেছেন, ‘বিরাট দুর্দান্ত একজন ক্রিকেটার। ভারতের জার্সি গায়ে খেলাটির প্রতিনিধি হয়ে অবিশ্বাস্য সব কীর্তি গড়েছে সে। প্রতিনিয়ত সে নিজের খেলা উন্নত করছে, এটা ভয়ের কারণ।’

এসময় কোহলিকে প্রথম দেখার স্মৃতিচারণ করে স্মিথ বলেন, ‘আমি কোহলিকে প্রথম দেখেছি ২০০৭ সালে, ব্রিসবেনে। সে তখন একটা একাডেমির অংশ ছিল। আমি সেখানে ছিল। তবে সেই একাডেমিতে বোলিং করছিলাম। মাঠের বাইরে আমাদের মধ্যে নানান কথা হয়, মাঠেও মাঝেমধ্যে বিভিন্ন বিষয়ে লেগে যায়। তবে নিজ দলের হয়ে ভালো করার তাড়নাটাই মূলত এই আবেগের বহিঃপ্রকাশ ঘটায়।’

টেস্ট ক্রিকেটে বর্তমানে কোহলির অন্যতম প্রতিদ্বন্দ্বী স্মিথ। সাদা পোশাকের ক্রিকেটে ৮৬ ম্যাচে ৫৩.৪০ গড়ে ৭২৪০ রান করেছেন কোহলি, সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৭টি। অন্যদিকে ৭৩ ম্যাচে ৬২.৮৪ গড়ে ৭২২৭ রান রয়েছে স্মিথের ঝুলিতে, তার সেঞ্চুরি ২৬টি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top