সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


১৯ সেপ্টেম্বর আইপিএল শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নিলো


প্রকাশিত:
৩ আগস্ট ২০২০ ২২:১৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৬:৩৮

 

প্রভাতফেরীঃ ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর  ১২তম আসর।  আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত লিগ আয়োজিত হবে। ফ্র্যাঞ্চাইজিদেরও জানানো হয়েছে।

১০ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে ৫৩ দিন ধরে হবে ৬০ টি ম্যাচ। এই প্রথমবারের জন্য আইপিএলের ফাইনাল রবিবার বাদ দিয়ে অন্য একদিন বেছে নেওয়া হয়েছে। এবারের আসরে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম এবং শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

আইপিএলের দিনক্ষন নির্ধারণ হলেও এখনও স্থির হয়নি সূচি। পরের সপ্তাহে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠোকে সূচি চূড়ান্ত করা হবে। তবে আইপিএল শুরুর প্রায় মাসখানেক আগে সমস্ত দল পৌঁছে যাবে আরব আমিরাতে। মোট দশটি ডাবল হেডার ম্যাচ হবে গোটা টুর্নামেন্টে। অর্থাৎ একই দিনে দুটি করে ম্যাচ হবে। তিনটি ভেন্যুতে হবে টুর্নামেন্ট। সারজা, আবু ধাবি আর দুবাই। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ২৪জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে।

 এবছর আইপিএলের স্পনসরের তালিকায় কোনও পরিবর্তন হচ্ছে না তা স্পষ্ট।চিনা মোবাইল সংস্থা ভিভো-ও এবছর আইপিএলের স্পনসর হিসেবে থাকবে। এক গভর্নিং কাউন্সিলের সদস্য জানিয়েছেন, 'আমি শুধু এটুকু বলতে পারি সব স্পনসর আমাদের সঙ্গে রয়েছে। আশা করি আমি কী বলতে চাইছি বোঝা যাচ্ছে।'


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top