সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


বসুন্ধরা কিংসে খেলতে দুই ব্রাজিলিয়ান ও এক আর্জেন্টাইন ফুটবলার ঢাকায়


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৬

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৬

 

প্রভাত ফেরী: এখনো অনিশ্চিয়তা কাটেনি এএফসি কাপ নিয়ে। তারপরও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তাদের প্রস্তুতি অব্যাহত রেখেছে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে মাঠে অনুশীলন চলছে তাদের। শুরুতে স্থানীয়দের নিয়ে অনুশীলন চলছে। তবে আগামী সপ্তাহ থেকে বিদেশিরাও অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। আজ সকালেই তাদের তিন বিদেশি ফুটবলার চলে এসেছেন ঢাকায়।

এএফসি কাপের প্রথম ম্যাচে খেলেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস। তার সঙ্গে ঢাকায় আসা নতুন দুজন ব্রাজিলের। একজন হলেন জোনাথন দা সিলভেইরা ফার্নান্দেজ। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাব বোতাফোগোর হয়ে গত পাঁচ বছরে ৭৬ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১১টি।

অন্য ব্রাজিলিয়ান হলেন ২৫ বছর বয়সী উইঙ্গার আজেভেদো দা সিলবা, যিনি আবার রবিনহো নামেও পরিচিত। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে ২০১৭ সালে যোগ দিলেও রবিনহো ধারেই বিভিন্ন ক্লাবে খেলে যাচ্ছেন। সবশেষ তাদের দেশের ক্লাব আগুয়া সান্তার জার্সিতে ৮ ম্যাচে করেছেন ২ গোল।

তিন বিদেশি ‍ফুটবলারের আগামী শনিবার কোভিড-১৯ পরীক্ষা হবে। ক্লাবটির মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের তিন বিদেশি আজ সকালেই ঢাকায় এসেছেন। আগামী শনিবার তাদের কোভিড টেস্ট হবে। তারপর অবস্থা বুঝে তারা দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।’

বসুন্ধরার চতুর্থ বিদেশি এখনও ঠিক হয়নি। শিগগিরই নিশ্চিত হবে বলে ক্লাব সূত্রে জানা গেছে।

এএফসি কাপের ‘ই’ গ্রুপে বসুন্ধরা কিংসকে বাকি ম্যাচগুলো খেলতে হবে মালদ্বীপে। সেখানে গ্রুপের ম্যাচগুলো হবে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। ২৩ অক্টোবর স্বাগতিক মাঝিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের প্রথম ম্যাচ হবে। এই দলটির বিপক্ষে ৪ নভেম্বর হবে শেষ ম্যাচ। এছাড়া ২৬ ও ২৯ অক্টোবর ভারতের চেন্নাই সিটি এবং ১ নভেম্বর টিসি স্পোর্টসের বিপক্ষে খেলবে বসুন্ধরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top