সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দ্বিতীয় ওয়ানডে অপ্রত্যাশিত হার অস্ট্রেলিয়ার


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২০ ২২:২৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:০৬

 

প্রভাত ফেরী: এই তো কিছুদিন আগে ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অপ্রত্যাশিত এক জয় পেয়েছে ইংল্যান্ড। সেই জয়টাকে বলা হয় ‘মিরাকল অব ম্যানচেস্টার’। রবিবার সেই ম্যানচেস্টারেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে জয়কে ওটার চেয়েও বেশি বিস্ময়কর লাগতে পারে অনেকের কাছে।

লক্ষ্যটা খুব বড় ছিল না। বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটে ২৩২ রান তাড়া করা অনেকটা ‘ডালভাত’ ব্যাপার যেকোনো দলের জন্য। সে লক্ষ্যে শুরুটাও দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়ার। একপর্যায়ে ২ উইকেটে করে ফেলে ১৪৪ রান। এরপরই ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের জাদু। ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে একপ্রকার নির্ভার অবস্থায়ই ছিল অস্ট্রেলিয়া। রোববারের ম্যাচটি জিতলেই নিশ্চিত হয়ে যেত সিরিজের শিরোপা। সে অনুযায়ী বোলাররা নিজেদের কাজটা করেন ঠিকঠাক। স্বাগতিকদের আটকে রাখেন মাত্র ২৩১ রানে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৪ রানে হেরে গেছে অসিরা।

উইকেটের ধীরতার কারণে ২৩২ রানের মামুলি লক্ষ্য তাড়া করাটা ঠিক সহজ হবে না, তা বোঝা গিয়েছিল আগেই। তবু অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্নাস লাবুশেনের ব্যাটে ভালোই এগুচ্ছিল অস্ট্রেলিয়া। মাত্র ৩৭ রানে ডেভিড ওয়ার্নার (১১ বলে ৬) ও মার্কাস স্টয়নিস (১৪ বলে ৯) ফিরে গেলেও, তৃতীয় উইকেটে হাল ধরেন ফিঞ্চ ও লাবুশেন।

তাদের দুজনের ২৩ ওভারের জুটিতে আসে ১০৭ রান। ইনিংসের ৩১তম ওভারের চতুর্থ বল পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৪ রান। ৮ উইকেট হাতে রেখে শেষের ১১৬ বলে জয়ের জন্য করতে হতো মাত্র ৮৮ রান। কিন্তু এরপরই ভয়াবহ ব্যাটিং ধ্বস।

মাত্র ২১ বলের ব্যবধানে ৩ রান তুলতেই সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান। ফিফটি পেরিয়ে ৭৩ রানে আউট হন অধিনায়ক ফিঞ্চ, লাবুশেন থামেন ৪৮ রান করে। ব্যর্থ হন আগের ম্যাচের নায়ক মিচেল মার্শ (১) ও গ্লেন ম্যাক্সওয়েল (১)। ফলে ২ উইকেটে ১৪৪ থেকে ৬ উইকেটে ১৪৭ রানের দলে পরিণত হয় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৩১/৯ ( মরগান ৪২, রুট ৩৯, টম কারেন ৩৭, রশিদ ৩৫*, জাম্পা ৩/৩৬, স্টার্ক ২/৩৮, হ্যাজলউড ১/২৭)।

অস্ট্রেলিয়া: ৪৮.৪ ওভারে ২০৭ (ফিঞ্চ ৭৩, লাবুশেন ৪৮, ক্যারি ৩৬, কামিন্স ১১, ওয়াক্স ৩/৩২, আর্চার ৩/৩৪, স্যাম কারেন ৩/৩৫)।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top