সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের জয়, বলিভিয়ার বিপক্ষে ১৫ বছর পর জিতল আর্জেন্টিনা


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২০ ২২:৫৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৪:০৫

 

প্রভাত ফেরী: বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখলো ব্রাজিল। নেইমারের হ্যাটট্রিকে পেরুকে তারা হারিয়েছে ৪-২ গোলে। অপরদিকে, ১৫ বছর পর বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিলের জয়: শেষ দিকে ঝলসে উঠলেও পেরুর বিপক্ষে শুরুটা আশা জাগানিয়া ছিল না ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ৬ মিনিটে তাদেরই ভুলে এগিয়ে যায় পেরু। আন্দ্রে কারিলো দারুণ এক ভলিতে এগিয়ে নেন দলকে। ব্রাজিল সমতা ফিরিয়েছে ২৮ মিনিটে। পেরুর ফাউল থেকে পাওয়া স্পট কিকের সুবাদে গোলটি করেছেন নেইমার। বিশ্বকাপ বাছাইয়ে কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি পেরু। কিন্তু ৫৯ মিনিটে আবারও তারা ব্যবধান বাড়িয়ে নিলে চিন্তার ভাঁজ পড়ে যায় ব্রাজিল শিবিরে। পেরুর হয়ে দ্বিতীয় গোলটি করেছেন রেনাতো তাপিয়া। সুযোগ সন্ধানী তাপিয়া শট নিয়েছিলেন ঠিকই, কিন্তু তা রদ্রিগো কায়োর গায়ে লেগে দিক পরিবর্তন করলে ঠেকানোর মতো সুযোগ পাননি ব্রাজিল গোলকিপার।

তবে এই ভুলের জবাব ব্রাজিল দিয়ে দিয়েছে ৫ মিনিট পরই। ৬৪ মিনিটে নেইমারের কর্নার থেকে গোল করেন রিচার্লিসন। তৃতীয় গোল পেতে আবারও অবদান রাখেন পিএসজি তারকা। ৮৩ মিনিটে আরেকটি স্পট কিক থেকে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। এর পর পেরুর কার্লোস জামব্রানো ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে যোগ হওয়া সময়ে (৯০+৪ মিনিট) ক্যারিয়ারের ৬৪তম গোলটি করেন নেইমার।  

হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন নেইমার। ব্রাজিল কিংবদন্তি রোনালদোকে পেছনে ফেলে ব্রাজিলের সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে অবস্থান নিয়েছেন। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদোর গোল সংখ্যা ৬২টি। ৭৭ গোল নিয়ে সবার ওপরে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। জয়ের পর দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শীর্ষেই আছে ব্রাজিল।

১৫ বছর পর বলিভিয়ায় জিতল আর্জেন্টিনা: বলিভিয়া কোচ ম্যাচের আগেই হুমকি দিয়ে রেখেছিলেন-মেসিদের কলিজা খেয়ে দিতে চান। সেই হুমকির আঁচ কিছুটা যেন গায়ে লেগেও গিয়েছিল আর্জেন্টিনার। লা পাজে বলিভিয়ার বিপক্ষে প্রথম ৩০ মিনিট খুঁজে পাওয়া যাচ্ছিল না আকাশি-সাদা জার্সিধারীদের।

এমনকি প্রথমে গোলও হজম করে আর্জেন্টিনা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। মঙ্গলবার রাতে বলিভিয়া-হুমকি উড়িয়ে ম্যাচটি তারা জিতেছে ২-১ গোলে। লা পাজ বরাবরই দুঃস্বপ্নের এক নাম আর্জেন্টিনার জন্য। সমুদ্রপৃষ্ট থেকে ৩ হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এরনান্দো সাইলসে খেলা তো এত সহজ ব্যাপার নয়। এর আগে এই মাঠে বলিভিয়ার কাছে ৬-১ গোলে হারের ইতিহাস আছে আর্জেন্টিনার।

জয়ের দেখা পেয়েছিল সেই ২০০৫ সালে, প্রায় ১৫ বছর আগে। ২০১৩ সালে তো সেখানে খেলতে গিয়ে বমি করেছিলেন মেসি, বাড়তি অক্সিজেন দিতে হয়েছিল অ্যাঞ্জেল ডি মারিয়াকে। এমন এক ম্যাচের আগে বলিভিয়া বড় গলায় কথা বলতেই পারে। তবে তাদের সেই গলার জোর টিকল না আর্জেন্টিনার পারফরম্যান্সে। বরং দম জমিয়ে রেখে দারুণ কৌশলী টেকনিক আর বুদ্ধিমত্তায় শেষ হাসিটা হাসলো লিওনেল স্কালোনির শিষ্যরাই।

প্রথম আধা ঘন্টায় দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনাকে কোণঠাসা রেখেছিল বলিভিয়া। ম্যাচের ২৪ মিনিটে তারা এগিয়েও যায়। আলেহান্দ্রো সাউলের চমৎকার ক্রসে জাল খুঁজে নেন মার্সেলো মার্তিন্স।

তবে গোল হজম করে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ শানাতে থাকে। ৩৯ মিনিটে মেসির দূর থেকে নেয়া বাঁ পায়ের শট পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। পরের মিনিটেই পারদেসের শট ফিরে আসে পোস্টে লেগে।

আলবিসেলেস্তেদের এই আক্রমণের সুফল মেলে সৌভাগ্যের এক গোলে। বাঁ দিক থেকে মার্তিনেস বল বাড়িয়ে দিতে চেয়েছিলেন ওকাম্পোসের দিকে। প্রতিপক্ষ ডিফেন্ডার সেটি ক্লিয়ার করতে গেলে ফের মার্তিনেসের পায়ে লেগে গোল হয়ে যায়।

আক্রমণ-প্রতি আক্রমণে দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও জমে উঠে। ৭৫তম মিনিটে মেসির পাস থেকে গোলরক্ষককে একা পেযে গিয়েছিলেন মার্তিনেস। কিন্তু তার দ্বিতীয় গোল পাওয়ার চেষ্টা এক হাতে ঠেকিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক।

এর চার মিনিট পরই জয়সূচক গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। প্রতিপক্ষ রক্ষণের ভুলে বল পেয়েছিলেন মেসি। তিনি বল বাড়িয়ে দেন মার্তিনেসকে। মার্তিনেস বুদ্ধি করে বদলি খেলোয়াড় কোররেয়াকে দিলে, বাঁ প্রান্ত থেকে বুলেট গতির এক শটে জাল কাপাঁন তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে এটি তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে লিওনেল মেসির দল ১-০ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top