সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


উয়েফা নেশনস লিগ: ইংল্যান্ডকে হারিয়েই দিল ডেনমার্ক


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২০ ২২:৪৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৩:৩৮

 

প্রভাত ফেরী: গত মাসে ডেনমার্কের মাঠে খেলতে গিয়ে জয় নিতে ফিরতে পারেনি ইংল্যান্ড ফুটবল দল, ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। মাসখানেকের ব্যবধানে নিজেদের ঘরের মাঠে ডেনিশদের স্বাগত জানিয়েছে ইংলিশরা। আর এ ম্যাচে হেরেই গেছে একবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

উয়েফা নেশনস লিগের ম্যাচে ইংল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের উজ্জীবিত জয় পেয়েছে ডেনমার্ক। যা তাদেরকে গ্রুপপর্বে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত রাখল। ডেনমার্কের জয়ের নায়ক জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ক্রিশ্চিয়ান এরিকসেন। বুধবার রাতে মাঠের খেলায় বোঝাই যায়নি কারা আসলে স্বাগতিক দল। নিজেদের মাঠে খেলা হলেও ডেনিশদের বিপক্ষে তেমন আধিপত্য বিস্তার করতে পারেননি হ্যারি কেন, মার্কাস র‍্যাশফোর্ডরা। উল্টো জোড়া লালকার্ড দেখে পরের ম্যাচের জন্যও বিপদ ডেকে এনেছে ইংল্যান্ড।

ম্যাচের মাত্র ৩১ মিনিটের মধ্যেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হ্যারি মাগুইরে। ফলে প্রায় এক ঘণ্টার জন্য দশ জনের দলে পরিণত হয় ইংলিশরা। এর মিনিট তিনেক পর ডি-বক্সের মধ্যে ফাউল করেন কাইল ওয়াকার। পেনাল্টি কিক থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজের শততম ম্যাচে গোল করেন এরিকসেন। ম্যাচের বাকি সময়টা ছিলো সমতা ফেরানো ও এগিয়ে যাওয়ার মধ্যে লড়াই। কিন্তু হয়নি কোনোটিই। দুই দলের কেউই আর পায়নি গোলের দেখা। ডেনমার্ক গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল অসামান্য দক্ষতায় ফিরিয়ে দেন ম্যাসন মাউন্টের হেড। ফলে সুরক্ষিত থাকে ডেনিশদের জাল, ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই বাড়ি ফেরে তারা।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ডেনমার্ক। এখনও পর্যন্ত খেলা চার ম্যাচে তাদের পয়েন্ট ৭; সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ইংল্যান্ডের অবস্থন তৃতীয়। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top