সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


পিছিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ২৩:৫৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:০০


প্রভাত ফেরী: প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে লণ্ডভণ্ড হয়ে পড়েছিল খেলার সূচি। যথারীতি ধাক্কা লেগেছিল ক্রিকেট অঙ্গনেও।
সেই ধাক্কা সামলাতে নারীদের ওয়ানডে বিশ্বকাপের একটি আসর এক বছর পিছিয়ে দেয় আইসিসি, সাথে পেছানো হয় এ বছরের অস্ট্রেলিয়ার পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপও। এবার সংস্থাটি পিছিয়েছে নারীদের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরও।
অবশ্য এই আসরটি করোনার জন্য নয়, পিছিয়েছে ক্রিকেটীয় ক্যালেন্ডারের ফাঁকা স্থান পূর্ণ করতে। ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিন মাস পিছিয়ে আসরটি মাঠে গড়াবে ২০২৩ সালে।
সাল বদলে গেলেও খুব বেশি অবশ্য পেছায়নি আসরটি। নভেম্বরের টুর্নামেন্ট ফেব্রুয়ারিতে আয়োজিত হবে, আয়োজক থাকছে সেই দক্ষিণ আফ্রিকাই। আইসিসির এমন সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে কমনওয়েলথ গেমস। ২০২২ সালে প্রমীলা ওয়ানডে বিশ্বকাপ নির্ধারিত ছিল আগে থেকেই। সাথে যোগ হয়েছে কমনওয়েলথ গেমসের সূচি।
একই বছরে প্রমীলাদের দুটি বড় ইভেন্টের পর টি-টোয়েন্টি বিশ্বকাপকে ২০২৩ সালের সূচিতে ফেলতে চেয়েছে আইসিসি। তাই এই সিদ্ধান্ত। টানা ক্রিকেটের ধকল সামলে ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রমীলা ক্রিকেটাররা ব্যাট-বল হাতে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবেন বলে আশা প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি।
২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য প্রমীলা ওয়ানডে বিশ্বকাপ এক বছর পিছিয়ে ২০২২ সালে আয়োজন করবে আইসিসি। একই বছরের সূচিতে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছাতে পারে- এটি অনুমেয়ই ছিল। কমনওয়েলথ গেমস নিয়ে সাম্প্রতিক তোড়জোড় সেই ঘোষণাকে ত্বরান্বিত করেছে।
প্রসঙ্গত, আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য প্রথম প্রমীলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্থগিত করলেও এখনো পরিবর্তিত সূচি ঘোষণা করেনি আইসিসি।

 


বিষয়: বিশ্বকাপ


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top