সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আমি চাপে খেলতেই পছন্দ করি: বাবর আজম


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ২২:৪৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৩:০২

 

প্রভাত ফেরী: আজহার আলিকে সরিয়ে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক বাবর আজম। টেস্টে অধিনায়কত্ব করার কোনো অভিজ্ঞতা নেই বাবরের। আসন্ন নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো সাদা জার্সির দলের নেতৃত্ব দেবেন বাবর আজম।

অবশ্য সীমিত ওভারের ম্যাচে তিনি আগে থেকেই পাক দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে প্রস্তুত তিনি।

তবু বাবর আজম টেস্টে কেমন অধিনায়কত্ব করেন তা দেখতে মুখিয়ে পাক সমর্থকরা।

এই নতুন দায়িত্ব তাকে কেমন চাপে ফেলবে সেই প্রশ্ন ছুড়েছেন কেউ কেউ।

জবাবে বাবর আজম বলেন, আমি আসলে চাপে থেকে খেলতেই পছন্দ করি। এমন ম্যাচ আমার জন্য উপভোগ্য হয়। বলতে গেলে চাপে থাকলে আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করি। 

তবে অধিনায়কত্বের চাপ অনেকটাই আলাদা। সে বিষয়ে বাবর আজম বলেন, পাকিস্তান দলে যুক্ত হওয়ার পর থেকেই চাপের মধ্যেই খেলে যাচ্ছি।  তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের পর আমি এই চাপ সামলে নিয়েছি। আমার আত্মবিশ্বাস বেড়েছে। আমি শিখেছি যে, ক্রিকেটে সবসময় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চ্যালেঞ্জের মোকাবেলা করেই এগিয়ে যেতে হয়। যেমন এখন আমার সামনে নতুন চ্যালেঞ্জ টেস্ট অধিনায়কত্ব। আর এখন পর্যন্ত সাদা বলের খেলায় আমার যত অভিজ্ঞতা রয়েছে সব ঢেলে দেব এখানে। আমি ভালো কিছু করার সর্বাত্মক চেষ্টা করব।

সাবেক দুই অধিনায়কের সহায়তা চাইতে ভুল করেননি বাবর।  বলেন, সরফরাজ ভাই ও আজহার আলি ভাই থেকে আমি অনেক কিছু শিখেছি। অধিনায়কত্বের ব্যাপারে সরফরাজ ভাই অনেক শিখিয়েছেন আমাকে। আমি চাই আমার শেষ পর্যন্ত তাদের পাশে পাব। আমাকে পরামর্শ দিয়ে তারা সহায়তা করবেন।
নতুন দায়িত্ব দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনো চাপ দিচ্ছে কিনা প্রশ্নে বাবর আজম জানান, বোর্ড তার পাশে রয়েছে। 
প্রসঙ্গত তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে গত ২২ নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দেশত্যাগ করেছে পাকিস্তান দল। তবে জ্বর অনুভব করায় স্কোয়াডে থেকেও দলে যোগ দিতে পারেননি নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফখর জামান। ১৮ ডিসেম্বর থেকে অকল্যান্ডে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ।

এক নজরে পাকিস্তান স্কোয়াড 

বাবর আজম (অধিনায়ক), আবিদ আলী, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, শান মাসুদ, জেসান মালিক, আজহার আলী, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলী, নাসিম শাহ, হারিস সোহেল, হোসেন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), রোহেল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গওহর, আহম্মদ বাট, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, সোহেল খান। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top