সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


নিজেদের ভরাডুবির জন্য অনভিজ্ঞতাকে দূষলেন জেসন


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২১ ১৮:১৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৭:০৫

 

প্রভাত ফেরী: টানা দ্বিতীয় ম্যাচে দেড়শর নিচে অলআউট হয়ে শোচনীয় হার ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয় ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ নিজেদের ভরাডুবির জন্য ব্যাটসম্যানদের অনভিজ্ঞতাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে হারার পর ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘উইকেট যথেষ্ট ভালো ছিল। আমরা যদি আরও কিছু রান করতে পারতাম, তাহলে বোলাররা লড়াই করতে পারত।’

প্রথম ম্যাচে ছয়জন, দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে আরও এক ক্রিকেটারের। চোখে পড়ার মতো পারফরম্যান্স কেউই দেখাতে পারেননি। জেসন বলেন, ‘এখানে অনেকের অভিষেক হয়েছে। সবাই অনভিজ্ঞ ক্রিকেটার।

সব ক্রিকেটারই প্রত্যয়ী কিন্তু একসঙ্গে পারফরম্যান্স করতে পারছে না। বড় জুটি গড়ে উঠছে না, ব্যক্তিগত বড় স্কোরও নেই। এজন্য দলীয় স্কোরও বড় হয়নি। তবে ছেলেরা ভালো করার সামর্থ্য রাখে। শেষ ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ওয়েস্ট ইন্ডিজের বড় শত্র“ বাংলাদেশের স্পিনাররা। কালও চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডানহাতি অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ। জেসন বলেন, ‘তাদের দুজন মানসম্পন্ন স্পিনার রয়েছে। বিশেষ করে সাকিব। সে বিশ্বমানের বোলার। মিরাজও ভালো করছে। আমরা তাদের ভালোভাবে খেলতে পারিনি। এজন্য অল্পতেই গুটিয়ে গেছি। এই কন্ডিশনে ভালো খেলার জন্য পরিকল্পনাগুলো প্রয়োগ করা জরুরি।’

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে সোমবার অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ

স্কোর কার্ড

রান বল ৪ ৬

আমব্রিস ক মিরাজ ব মোস্তাফিজ ৬ ১৫ ১ ০

ওটলে ক তামিম ব মিরাজ ২৪ ৪৪ ২ ১

দ্য সিলভা ব মিরাজ ৫ ২২ ০ ০

ম্যাকার্থি ব সাকিব ৩ ৭ ০ ০

জেসন এলবিডব্ল– ব সাকিব ১১ ২৬ ০ ০

মেয়ার্স রানআউট ০ ৯ ০ ০

বোনার ব হাসান ২০ ২৫ ১ ০

পাওয়েল স্টা. মুশফিক ব মিরাজ ৪১ ৬৫ ২ ১

রেইফার এলবিডব্ল– ব মিরাজ ২ ১২ ০ ০

জোসেফ ক লিটন ব মোস্তাফিজ ১৭ ২১ ৩ ০

আকিল নটআউট ১২ ১৭ ১ ০

অতিরিক্ত ৭

মোট (অলআউট, ৪৩.৪ ওভারে) ১৪৮

উইকেট পতন : ১/১০, ২/৩৬, ৩/৩৭, ৪/৩৯, ৫/৪১, ৬/৬৭, ৭/৭১, ৮/৮৮, ৯/১২০, ১০/১৪৮।

বোলিং : মোস্তাফিজুর রহমান ৮-৩-১৫-২, রুবেল হোসেন ৭-০-২৩-০, হাসান মাহমুদ ৯-০-৫৪-১, মেহেদী হাসান মিরাজ ৯.৪-০-২৫-৪, সাকিব

আল হাসান ১০-০-৩০-২।

বাংলাদেশ

রান বল ৪ ৬

লিটন এলবিডব্ল– ব আকিল ২২ ২৪ ৪ ০

তামিম ক দ্য সিলভা ব রেইফার ৫০ ৭৬ ৩ ১

নাজমুল ক ওটলে ব জেসন ১৭ ২৬ ২ ০

সাকিব নটআউট ৪৩ ৫০ ৪ ০

মুশফিক নটআউট ৯ ২৫ ০ ০

অতিরিক্ত ৮

মোট (৩ উইকেটে, ৩৩.২ ওভারে) ১৪৯

উইকেট পতন : ১/৩০, ২/৭৭, ৩/১০৯।

বোলিং : আলজারি জোসেফ ১০-০-৪২-০, কাইল মেয়ার্স ২-০-১৫-০, আকিল হোসেন ৯.২-০-৪৫-১, জেসন মোহাম্মদ ৭-০-২৯-১, রেমন রেইফার ৫-০-১৮-১।

ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top