সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


আশা থেকে ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়ে জয় ভারতের


প্রকাশিত:
২৯ মার্চ ২০২১ ১৮:৩১

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৫:৪৫

 

প্রভাত ফেরী: হতাশা থেকে আশা কিন্তু শেষ প্রান্তে এসে হতাশায় ডুবে গেলো ইংল্যান্ড। যখন আট নম্বরে নেমে লড়াই শুরু করলেন স্যাম কারান, তখন জাগালেন ইংল্যান্ডের জয়ের আশা। লড়লেন শেষ অবধি। কিন্তু না। তারপরও পারল না বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কারান বীরত্ব ছাপিয়ে রোমাঞ্চকর এক জয়ই পেল ভারত।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রোববার তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিরাট কোহলি বাহিনী জিতেছে ৭ রানে। ভারতের করা ৩২৯ রানের জবাবে ইংল্যান্ড করে ৩২২ রান।
তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডেতে তারা জিতল টানা ষষ্ঠ সিরিজ। টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সিরিজ জিতল ভারত। রিক্ত হস্তে দেশে ফিরবে মরগান শিবির।
৮৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় রেকর্ড গড়া ৯৫ রানে অপরাজিত থাকেন কারান। ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে তিনিই পান ম্যাচ সেরার পুরস্কার। এই ইনিংস গড়ে ইতিহাসের পাতায় কারান। ওয়ানডেতে ৮ নম্বর পজিশনে যৌথভাবে সর্বোচ্চ ইনিংস এটি। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টাই হওয়া ম্যাচে তারই স্বদেশী ক্রিস ওকস করেছিলেন অপরাজিত ৯৫ রান।
জয়ের টার্গেটে খেলতে নেমে শুরুতেই দিক হারায় ইংল্যান্ড। ২৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন জেসন রয় (১৪) ও বেয়ারস্টো (১)। তবে এরপর খণ্ড খন্ড জুটিতে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে এক পযায়ে চাপে পড়ে দলটি। এরপর থেকেই কারানের পথচলা। আট নম্বরে নেমে দলকে চাঙ্গা করে তোলেন।
মঈন আলীর সঙ্গে ৩২, আদিল রশিদের সঙ্গে ৫৭ ও উডের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে দলকে শেষ অবধি জয়ের আশা জাগিয়ে রাখেন কারান। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কিন্তু এই সমীকরণ মেলাতে পারেনি কারানরা। দুর্দান্ত বোলিংয়ে কেবল ৬ রান দেন থাঙ্গারাসু নাটরাজন।
সর্বোচ্চ ৯৫ রানে অপরাজিত থাকেন কারান। ৫০ রান করেন ডেভিড মালান। লিয়াম ৩৬, বেন স্টোকস ৩৫, মঈন আলী ২৯ রান করেন। ভারতের হয়ে শার্দুল ঠাকুর চারটি, ভুবনেশ্বর তিনটি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ১৪ ওভারে তিন অঙ্ক স্পর্শ করে উদ্বোধনী জুটির রান। এরপরই ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন আদিল রশিদ। তার গুগলিতে বোল্ড হয়ে ফেরেন ৬ চারে ৩৭ রান করা রোহিত। ভাঙে ১০৩ রানের শুরুর জুটি। এই জুটির পথে একটি কীর্তি গড়েছেন তারা। ওয়ানডেতে ৫ হাজার রান করা দ্বিতীয় ভারতীয় জুটি রোহিত-ধাওয়ানের। শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি এই মাইলফলকে আগে পা রেখেছিলেন।
এরপর রশিদের শিকার ধাওয়ান। ৬৭ রান করা ধাওয়ানের ক্যাচ নিজেই নেন রশিদ। কোহলি এদিন জ্বলে উঠতে পারেননি। ১০ বলে ৭ রান করে মঈন আলীর বলে বোল্ড ভারত অধিনায়ক। এরপর লোকেশ রাহুল ছাড়া মিডল অর্ডারের সবাই রান পেয়েছেন।
সর্বোচ্চ ৭৮ রান করেন রিশব পন্থ। হার্দিক পান্ডিয়া ৬৪, ক্রুনাল পান্ডিয়া ২৫, শার্দুল ঠাকুর ৩০ রান করেন। ইংল্যান্ডের হয়ে বল করা সাতজনই পেয়েছেন উইকেটের দেখা। উড তিনটি, রশিদ দুটি উইকেট নেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top