সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


৪৫ বলে তামিমের ফিফটি


প্রকাশিত:
১৪ জুলাই ২০২১ ২১:২৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:০৪

 

প্রভাত ফেরী: ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি তামিম। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেই রাওনের দেখা পেয়েছেন। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ। তাতে নিজেদের ঝালিয়ে নেয়ার চেষ্টায় তামিম ইকবালের দল। হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক। ইনিংস উদ্বোধনে নেমে আক্রমণাত্মক মেজাজে শুরু করেন তিনি। ৪৫ বলেই তুলে নেন ফিফটি।

নাইম শেখের সঙ্গে ১৭ ওভারের ওপেনিং জুটিতে তামিম দলকে এনে দিয়েছেন ৮৭ রান। এর মধ্যে তার অবদানই বেশি। ৫০ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত টাইগার দলপতি।

কিছুটা হতাশ করেছেন নাইম, অনেকটাই ধীরগতির ব্যাটিং করেছেন। ৫২ বল খেলে ৩ বাউন্ডারিতে ২৫ রান করে চিভাঙ্গার শিকার হন এই তরুণ। ক্যাচ দিয়েছেন মুতুমবামিকে।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন সাকিব আল হাসান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯২ রান। সাকিব ৪ বলে ২ আর তামিম ৫২ বলে ৫৫ রানে অপরাজিত আছেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top