সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ইনজামাম


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৫:৪৬

 

প্রভাত ফেরী: পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামামুল হক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। টুইট করে এ খবর জানানিয়েছে তা সাবেক সতীর্থ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা। ইনজামামকে বিশ্রাম নেওয়ার উপদেশ দিয়েছেন রামিজ। খবর দ্যা ডনের।

বেশ কয়েক দিন ধরের বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি অবশেষে সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ইনজামাম। সোমবার তার শারীরিক পরীক্ষা করা হলে হৃদরোগের কথা জানা যায়। দেরি না করে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করেন।

রামিজ টুইট করে লেখেন, ভাল থেকো ইনজি। তুমি বাড়ি ফিরে এসেছ, এটা খুব ভালো খবর। বিশ্রাম নাও আর সেরে ওঠো বন্ধু।

পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট খেলে ইনজামাম ২৫টি শতরানসহ সংগ্রহ করেন ৮৮৩০ রান। একদিনের ক্রিকেটে ৩৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১১৭৩৯ রান। সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে ১০টি শতরান রয়েছে তাঁর। ২০০৭ সালে অবসর নেন ইনজামাম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top