সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


আর্জেন্টিনার কোচ নিজেদের অজেয় মানতে রাজি নন


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ১৮:২৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৯:৪৭

 

প্রভাত ফেরী: টানা ২১ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে আলবিসেলেস্তেরা। সাম্প্রতিক সময়ে দুর্বার গতিতে ছুটছে আর্জেন্টিনা ফুটবল দল। ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকা জয় কিংবা বিশ্বকাপ বাছাই- সব টুর্নামেন্টেই দারুণ খেলছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

তবে অজেয় হওয়া থেকে বহু দূরে রয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। নিজেদেরকে অজেয় মানতে রাজি নন আর্জেন্টিনার কোচ। তাই সামনের দিনগুলোতে আরও ভালো খেলার দিকেই অধিক মনোযোগ দিতে চান স্কালোনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ম্যাচ এসেছে, আমি খুবই খুশি। কারণ এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বাস রয়েছে যে আমরা ভালো। আমাদের একটা ভিত্তি রয়েছে, দলের ৮০-৯০ শতাংশ প্রায় একই আছে। যার ফলে কম সময় থাকলেও মনে একটা প্রশান্তি কাজ করে।’

স্কালোনি আরও যোগ করেন, ‘আমরা অজেয় দল নই। তা থেকে অনেক দূরে আছি। আমরা নিজেদের অবস্থা সম্পর্কে জানি। আমরা যা ভালো পারি, তা করে যেতে হবে। ফুটবলে সবসময়ই উন্নতির জায়গা রয়েছে।’

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরে ১১ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর শেষ ম্যাচে ১৪ অক্টোবর তাদের প্রতিপক্ষ পেরু।

এ বিষয়ে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘প্রথম দুই ম্যাচের মাঝে প্রস্তুতির জন্য মাত্র দুই দিন আছে। বড় সমস্যা হলো, অনেক বেশি ওয়ার্কলোড নিয়েই এখানে এসেছেন এবং এখানের চাপটাও বাদ দিতে পারবে না। একসঙ্গে তিনটি ম্যাচ খেলা নতুন ব্যাপার। তবে আমাদের বড় স্কোয়াড আছে। যা সচরাচর দেখা যায় না। তাই মানিয়ে নিতে পারবো।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top