সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ভারতকে নিয়ে স্নায়ুচাপে পাকিস্তান


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ২১:৩৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১১:০৬

 

প্রভাত ফেরী: শুরুতেই স্নায়ুচাপে রয়েছে পাকিস্তান। এবারের বিশ্বকাপের মূল মঞ্চে পা রেখেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাবে পাকিস্তান। বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। তাই ম্যাচটি নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনার শেষ নেই। যে কারণে সেই দুঃখ ঘোচানোর সুযোগ এখন বাবর আজমের সামনে।

এমন সব আলোচনার মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ জানালেন, হাইভোল্টেজ এই ম্যাচে পাকিস্তান হারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে।

ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য দিলে হগ। 

তিনি বলেন, ‘যদি পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমার মনে হয়, এরপর পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কি না, সেটাই তখন বড় প্রশ্ন হয়ে উঠবে। যদি ভারতের কাছে পাকিস্তান হারে, তাহলে হয়তো তারা ছিটকেই পড়তে পারে। তারপরও দেখা যাক, কী হয়।’ 

প্রসঙ্গত আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে পাক-ভারত দ্বৈরথ। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top