সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


‘পাকিস্তান সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২১ ২১:৫৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৬:৪৪

 

প্রভাত ফেরী: রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ম্যাচে কারা পাকিস্তানকে সমর্থন করেছে তা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত করে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা কোনোভাবেই শোভন নয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে কিছু লোক পাকিস্তানি পতাকা হাতে নিয়ে পাকিস্তান ক্রিকেট টিমকে সমর্থন করতে দেখা গেছে, এদের বিষয়ে সরকার কোনো আইনানুগ ব্যবস্থা নেবে কি না?

সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে কেউ সমর্থন করলে এটা হবে দুর্ভাগ্যজনক। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভন মনে হবে না।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য, নিঃসন্দেহে কারও কাছে এটা শোভনীয় মনে হবে না।’

কবি আব্দুল হাকিমের ‘বঙ্গবাণী’ কবিতা থেকে উদ্ধৃত করে এ সময় মন্ত্রী বলেন, ‘যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ যারা স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তানের পক্ষে সমর্থন দিয়েছে তারা বাংলাদেশের নাগরিক কি না, আমিও ঠিক জানি না। আপনারা বলেছেন। শুনলাম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top