সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ফরাসি ফুটবলার এমবাপ্পেকে হত্যার হুমকি


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২২ ২২:৩৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৬:১৩

 

প্রভাত ফেরী: হত্যার হুমকি পেয়েছেন ফরাসি ফুটবলের সময়ের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। নিজ শহর বন্ডিতেই এ হুমকি পেয়েছেন এমবাপ্পে। যে খবরে বিস্মিত ফুটবলবিশ্ব। 

সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, বন্ডিতে এমবাপ্পের বিশাল এক ম্যুরালে গ্রাফিতি একে কে বা কারা বার্তা দিয়েছেন, ‘এমবাপ্পে, তোমার দিন ফুরিয়ে এসেছে।’

এমন হুমকি পাওয়ার কারণ হিসেবে জানা গেছে পিএসজি তারকার একটি টুইট।

মঙ্গলবার এক শিশুকে অনলাইনে কটূক্তি করার প্রতিবাদ জানিয়ে টুইটারে পোস্ট করেছিলেন এমবাপ্পে। সে ঘটনার পরই হত্যার হুমকি পান এমবাপ্পে।

উল্লেখ্য, ওই শিশুর নাম কামিলে। ছোট্ট মেয়েটি দুরারোগ্য রোগে আক্রান্ত। এক ভিডিওতে দেখা গেছে কামিলে এমবাপ্পেকে পিএসজিতে রয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে বলছে, ‘প্যারিস ও ফ্রান্সে আমার মতো লাখো সমর্থক আছে, যারা তোমাকে (এমবাপ্পে) অনেক ভালোবাসে। দয়া করে পিএসজিতে থেকে যাও এবং আরও বহুদিন আমাদের স্বপ্ন দেখাও। কিলিয়ান, আশা করি পিএসজি ও ফ্রান্স দলে দারুণ এক বছর কাটাবেন।’ 

কিন্তু কামিলের এমন আবেগঘন বার্তা পছন্দ হয়নি ফ্রান্সের অনেকের। তারা সেই ভিডিওর নিচে বাজে মন্তব্য করেন। আট বছরের শিশু কামিলেকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি এমবাপ্পে। টুইটারে কামিলের পক্ষে বক্তব্য দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।

এমবাপ্পে লেখেন, ‘একটি শিশুর প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য...আমরা তো তলানিতে পৌঁছে যাচ্ছি, আমাদের বিবেক জাগ্রত হোক।’

এমন টুইটের পর পরই এমবাপ্পের কিছু শত্রুর সৃষ্টি হয়ে গেছে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। 

তথ্যসূত্র: মার্কা

 


বিষয়: ফুটবলার


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top