সিডনী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


বনানীতে চিরনিদ্রায় শায়িত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২২ ০২:০৯

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০৫:১৬

 

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান জাতীয় দলের সাবেক স্পিনার। গত রাতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুবেলকে শেষ বিদায় জানান বন্ধু, সতীর্থসহ দেশের ক্রিকেটাররা।

রুবেলের জানাজায় বিদায় জানাতে ছুটে এসেছেন সাবেক-বর্তমান ক্রিকেটার ও কোচরা। রুবেলের ভক্ত, স্বজন, সংগঠকেরাও এসেছেন। এ সময় শোকের চিহ্ন ফুটে উঠেছে মাশরাফি-মুশফিকদের চোখেমুখে। তাদের কাঁধে চড়েই শেষবারের মতো শেরেবাংলায় এসেছেন রুবেল। ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ার, বিসিবি পরিচালক, স্টেডিয়ামে কর্মরত কর্মী, পৃষ্ঠপোষক, প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তারাও ছুটে আসেন রুবেলকে শেষ শ্রদ্ধা জানাতে।

জানাজা শেষে রাতেই রুবেলকে চিরনিদ্রায় শায়িত করা হয় বনানী কবরস্থানে। জানাজা শেষে রুবেলের স্মৃতিচারণ করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আকরাম খান বলেছেন, ‘একটা ভালো মানুষের যেসব গুণ থাকা দরকার, রুবেলের সব ছিল। উদাহরণ দেওয়ার মতো একজন মানুষকে আজ (মঙ্গলবার) আমরা হারালাম।’

রুবেলকে শেষবার মাঠে দেখা গিয়েছিল ২০১৯ সালে। বিপিএলের ওই মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেন তিনি। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচটাও ছিল এই মিরপুরেই; ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৪০ বছর বয়সী রুবেল বাংলাদেশ দলের হয়ে পাঁচটি ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন। এ ছাড়া ব্যাট হাতে করেন ২৬ রান। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে ২৭২টি ম্যাচে ৫৫০টির বেশি উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top