সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


নারী আইপিএলে ডাক পেলেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন


প্রকাশিত:
৮ মে ২০২২ ০১:৫৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২৩:২০

 

নারী ক্রিকেটেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে ফ্র্যাঞ্চাইজভিত্তিক টি-টোয়েন্টি লিগ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ফেয়ারব্রেক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চলছে। চলতি মাসেই ভারতে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজনে এ টুর্নামেন্টকে নারী আইপিএল বলা হয়।

দুবাইয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম, রুমানা আহমেদ। এবার নারী আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের আরেক সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন। আগামী ২৩ মে শুরু হবে টুর্নামেন্টটি।


টুর্নামেন্টের গত আসরেও খেলেছিলেন সালমা। এবার বাংলাদেশ থেকে তিনি একাই শুধু ডাক পেয়েছেন। গত আসরে তার সঙ্গে ছিলেন জাহানার আলম। সালমা ইতোমধ্যে বিসিবি থেকে ছাড়পত্রও পেয়েছেন নারী আইপিএলের জন্য। আগের আসরের দল ট্রেইলব্লেজার্সের হয়েই এবারও খেলবেন তিনি।

অভিজ্ঞ এ স্পিনিং অলরাউন্ডার নিশ্চিত করেছেন নারী আইপিএলে ডাক পাওয়ার বিষয়টি। সালমা বলেছেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি, বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। শুনেছি, এবার বাংলাদেশ থেকে আমি একাই ডাক পেয়েছি। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।’


ঈদের ছুটি কাটিয়ে এখনও খুলনা থেকে ঢাকায় ফেরেননি সালমা। ২৩ মে টুর্নামেন্ট শুরু হবে, শেষ হবে ২৮ মে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভারতের পুনে এমসিএ স্টেডিয়ামে।

তবে আগামী মৌসুম থেকেই বড় আকারে নারী আইপিএল করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিগ ব্যাশের মতোই পূর্ণাঙ্গ টুর্নামেন্ট হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top