সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৯

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২১:৫৯

সাকিব আল হাসান (ফাইল ছবি)

প্রভাত ফেরী ডেস্ক: নিষেধাজ্ঞার কারণে আইসিসি তাদের র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে দিলেও ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন তাদের দশকসেরা ওয়ানডে দলে রেখেছিল সাকিব আল হাসানকে। এবার ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের প্রকাশিত দশকসেরা ওয়ানডে একাদশে রেখেছে সাকিবের নাম।

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের পথ ধরে গত ১০ বছরের সেরা দল গড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। টেস্টে জায়গা না হলেও ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে তারা রেখেছে বাংলাদেশের সাকিবকে। ২০১০ সাল থেকে সাকিব খেলেছেন ১৩১ ম্যাচ। এই সময়কালে ১৭৭ উইকেটের পাশাপাশি করেছেন ৪২৭৬ রান। স্পিনারদের মধ্যে সাকিবের চেয়ে বেশি উইকেট নেই আর কারো। তাই উইজডেনের মতো ক্রিকেট অস্ট্রেলিয়াও বেছে নিয়েছে তাঁকে।

বাংলাদেশি অলরাউন্ডারকে একাদশে রাখার ব্যাখ্যা দিয়েছে তারা এভাবে, ‘এই দশকে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের সুপারস্টার, যিনি এ বছরই দুর্নীতির কলঙ্কে নিষিদ্ধ হয়েছেন। দারুণ গুণসম্পন্ন অসাধারণ অলরাউন্ডার সাকিব। এই একাদশের অন্য ব্যাটসম্যানদের মতো তিনি মারমুখী নন, তবে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করে গেছেন তিনি। একই সঙ্গে তার বাঁহাতি স্পিন খুবই কার্যকর।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা একাদশে বিবেচনায় আছেন মুশফিকুর রহিমও। যদিও উইকেটরক্ষকের জায়গায় তাকে টপকে জায়গা করে নিয়েছেন ধোনি। মুশফিককে সম্মান জানাতে অবশ্য ভুল হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার, ‘মুশফিকুর রহিমকে এই একাদশে সম্ভবত কিছুটা নিচের দিকে ব্যাট করতে হবে। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে তার মূল্যের স্বীকৃতি দিতেই হবে। ব্যাট হাতে তার গড় ৪০-এর ওপরে।’

দশকসেরা একাদশে সাকিবকে পাঁচ নম্বরে ব্যাটিং অর্ডারে রেখেছেন বিশ্নেষক মার্টিন স্মিথ।

তিনি দেখিয়েছেন, গত দশ বছরে সাকিব মোট ১৩১টি ওয়ানডে খেলে মোট ৪২৭৬ রান করেছেন, গড় ৩৮.৮৭। সেইসঙ্গে উইকেট নিয়েছেন ১৭৭টি। যেটা গত দশকে কোনো ওয়ানডে বোলারের দ্বিতীয় সর্বোচ্চ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (ভারত), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), জশ বাটলার ( ইংল্যান্ড), মহেন্দ্র সিং ধোনি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) এবং রশিদ খান (আফগানিস্তান)।


বিষয়: সাকিব


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top