সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


খুলনাকে হারিয়ে ফের শীর্ষে ইমরুলের চট্টগ্রাম


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২০ ০৮:২৮

আপডেট:
৫ জানুয়ারী ২০২০ ০৮:২৯

ছবি: বিসিবি থেকে

প্রভাত ফেরী ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলের ৩৩তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১০ খেলায় ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে ইমরুল কায়েসের দল।

শুরুটা করলেন মেহেদী হাসান রানা, পরে যোগ দিলেন রুবেল হোসেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুই পেসারের তোপে এলোমেলো খুলনা টাইগার্সের ব্যাটিং। এতে সহজ লক্ষ্য পাওয়া চট্টগ্রামের জিততে কোনও ‍অসুবিধাই হয়নি। শনিবার বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে চট্টগ্রাম।

১২২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই চট্টগ্রামকে ভালো অবস্থানে নিয়ে যান লেন্ডল সিমন্স আর জুনায়েদ সিদ্দিকী। প্রথম ১০ ওভার অনায়াসেই কাটিয়ে দেন তারা, রান ওঠে ৬৯।

২৮ বলে ৩৬ রান করা সিমন্সকে ফিরতি ক্যাচ বানিয়ে এই জুটিটি ভাঙেন আলিস আল ইসলাম। পরের ওভারে আরেক সেট ব্যাটসম্যান জুনায়েদকেও (৩৯ বলে ৩৮) একইরকম ফিরতি ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ।

এরপর দাঁড়াতে পারেননি দাসুন গুনারত্নে (০) আর চ্যাডউইক ওয়ালটন (৭)। তবে লক্ষ্য ছোট বলে উইকেট হারিয়েও তেমন চিন্তাও পড়েনি চট্টগ্রাম। অধিনায়ক ইমরুল কায়েস বাকি পথটা সহজেই পারি দিয়েছেন নুরুল হাসান সোহানকে সঙ্গী করে। ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ইমরুল, ৬ বলে ৭ রানে সোহান।

এর আগে রুবেল হোসেন এবং মেহেদী হাসান রানার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায় মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top