সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২০ ১০:৫৬

আপডেট:
৩১ জানুয়ারী ২০২০ ১১:০০

স্বাগতিকদের উইকেটের পর সাকিবকে নিয়ে সতীর্থদের উল্লাস

প্রভাত ফেরী: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে নকআউটে খেলা সব সময়ই চ্যালেঞ্জ। কিন্তু ২৬২ রানের টার্গেটের ধারে-কাছেও যেতে পারেনি স্বাগতিকরা। কোয়ার্টার ফাইনালে আধিপত্য বিস্তার করে ১০৪ রানে জিতে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। শেষচারে আকবরদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বাংলাদেশ যুব দলের এই জয়ের কৃতিত্ব বামহাতি স্পিনার রাকিবুলের। এই আসরের প্রথম হ্যাটট্রিকের কীর্তি যার। সেই রাকিবুলের স্পিনেই দিশেহারা হয়েছে প্রোটিয়ারা। অবশ্য ওপেনিং জুটিতে শুরুর আঘাতটা ছিল পেসার তানজিম হাসান সাকিবের। ১৫ রানে ব্যাট করতে থাকা খানইয়া কোটানিকে ফিরিয়েছেন।

রাকিবুলের ঘূর্ণিতে বাংলাদেশের বিপক্ষে দাড়াতে পারেনি স্বাগতিকরা

এর পর জোনাথন বার্ডকে ফিরিয়ে আঘাত হানা শুরু রাকিবুলের। এক ওভার বিরতি দিয়ে বোল্ড করে ফিরিয়েছেন অধিনায়ক ব্রাইস পারসনসকে। মাঝে সাকিবের বলে বোল্ড হয়ে ফিরেছেন কারেলসি, শরিফুলের বলে জ্যাক লিস। এর পর আবার রাকিবুলের ঘূর্ণি জাদু। লেজের দিকটা ছেঁটে দিয়েছেন। বিদায় দিয়েছেন মোলেস্টেন, ফন ভাউরেন ও সর্বোচ্চ স্কোরার লুক বিউফোর্টকে (৬০)। শেষ ব্যাটসম্যান রান আউট হলে  ৪২.৩ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

১৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা রাকিবুল। ৪১ রানে দুটি উইকেট নিয়েছেন সাকিব। একটি করে নিয়েছেন শরিফুল ও শামীম।

এর আগে পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ২৬১ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে আধিপত্য বিস্তার করে খেলেছেন ওপেনার তানজিদ হাসান। ওপেনিং জুটিতে উপহার দিয়েছেন ৬০ রান। ১৩তম ওভারে সঙ্গী পারভেজ হোসেন ইমন ১৭ রান করে ফিরলেও অপরপ্রান্ত আগলে খেলেছেন দীর্ঘক্ষণ।

সেমিফাইনালি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ দলের উল্লাস

দ্রুত মাহমুদুল হোসেন জয় ৩ রানে বিদায় নিলে জুটি গড়েছেন তৌহিদ হৃদয়ের সঙ্গে। তানজিদকে ৮০ রানে বিদায় দিয়েছেন ফন ভাউরেন। এর পরে শাহাদাতের সঙ্গী হন হৃদয়।

৫১ রানে হৃদয় ফিরলে শেষ দিকে স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে মূলত শাহাদাত হোসেনের আগ্রাসী ব্যাটিংয়েই। শেষ ৫ ওভারে প্রোটিয়াদের ওপর চড়াও হয়ে ৪৯ রান তুলতে ভূমিকা ছিল তার। ৭৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ১ ছয়ের মার। অধিনায়ক আকবর আলী তার সঙ্গে ১১ বলে ১ চারের সহায়তায় ১৬ রানে অপরাজিত ছিলেন।

প্রোটিয়াদের হয়ে ২টি উইকেট নিয়েছেন ফেকো মোলেস্টেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৬১/৫ (তানজিদ ৮০, শাহাদাত ৭৪; মোলস্টেন ২/৪১)

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ১৫৭ (বিউফোর্ট ৬০, জোনাথন বার্ড ৩৫; রাকিবুল ৫/১৯, সাকিব ২/৪১)



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top