সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারাল বাংলাদেশ


প্রকাশিত:
১০ মার্চ ২০২০ ০৩:২৯

আপডেট:
১০ মার্চ ২০২০ ১৭:২৫

ফাইল ছবি

প্রভাত ফেরী: সিলেটের পারফরম্যান্সই মিরপুরে টেনে এনেছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করল টাইগাররা। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারি জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সোমাবর (৯ মার্চ) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

সোমবার (৯ মার্চ) শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দাপটই দেখিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। এরই মধ্যে লিটন-তামিম মিলে গড়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি। এরপর ফিফটি করেছেন সৌম্য সরকারও। দুই ফিফটিতে বাংলাদেশ জিম্বাবুয়েকে ২০১ বিশাল লক্ষ্য ছুরে দিয়েছে।

লিটন দাস ও তামিম ইকবাল যেমন ছন্দটা ধরে রাখলেন ব্যাটিংয়ে, ঠিক তেমনি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজের কার্যকারিতার ছাপ রাখলেন আমিনুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে সৌম্যর দুর্ধর্ষ ব্যাটিং-ফিল্ডিং মিলিয়ে টি-টোয়েন্টির ‘পারফেক্ট প্যাকেজ’ হয়ে উঠলো বাংলাদেশ। মিরপুরের প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতেই দেয়নি জিম্বাবুয়েকে।

বারের বিপিএল দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দেখা দিলেন তিনি ভয়ঙ্কর রূপে। ৩২ রান দিয়ে বাঁহাতি পেসার পেয়েছেন ৩ উইকেট। তবে বোলিংয়ে তাকেও ছাড়িয়ে গেছেন আমিনুল। তরুণ লেগ স্পিনার ‍নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। ফলে বাংলাদেশের ৩ উইকেটে করা ২০০ রানের জবাবে জিম্বাবুয়ে ১৯ ওভারে গুটিয়ে যায় ১৫২ রানে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top