সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সূচি প্রকাশ: ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ


প্রকাশিত:
১১ মার্চ ২০২০ ০২:৫৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২১:৪৫

ফাইল ছবি

প্রভাত ফেরী: অবশেষে চূড়ান্ত হলো ইংল্যান্ডেই হবে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের ম্যাচ চারটি হবে যথাক্রমে ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল এবং এজবাস্টনে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি আর্থিক সঙ্কটের কারণে আগেই বাতিল করেছে আয়ারল্যান্ড। টেস্ট ম্যাচের জায়গায় বাড়ানো হয় টি-টোয়েন্টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রূপ নিয়েছে চার ম্যাচের সিরিজে। এ ছাড়া টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজও খেলবে আইরিশরা। ওই ম্যাচগুলো নিজেদের মাটিতেই খেলবে স্বাগতিকরা।

বাংলাদশের বিপক্ষে সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তারা জানিয়েছে, ওয়ানডে সিরিজ ঘরের মাঠে হলেও টি-টোয়েন্টি সিরিজ হবে ইংল্যান্ডে। ভেন্যু- ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টন।

টি-টোয়েন্টি সিরিজটিও ঘরের মাঠে আয়োজন করতে পারতো আয়ারল্যান্ড। কিন্তু ক্লোনটার্ফের একটি ভেন্যু পুনর্গঠনের কারণে তা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে আইরিশরা।

এবারই প্রথম কোন সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। এর আগে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডকে ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ২০১০ সালে ইংলিশদের মাটিতে দু’টি টেস্ট, একটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলেছিল তারা।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের সূচি:

২২ মে-প্রথম টি-টোয়েন্টি, ওভাল

২৪ মে-দ্বিতীয় টি-টোয়েন্টি, চেমসফোর্ড

২৭ মে-তৃতীয় টি-টোয়েন্টি, ব্রিস্টল

২৯ মে-চতুর্থ টি-টোয়েন্টি, এজবাস্টন



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top