সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে


প্রকাশিত:
১২ মার্চ ২০২০ ০৫:৩৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৮:৩১

ছবি: বিসিবি থেকে সংগৃহীত

প্রভাত ফেরী: জিম্বাবুয়েকে দাঁড়াতেই দিলো না বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাওয়াশের স্বাদ পেল সফরকারী জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জেতায় বাংলাদেশের সামনে আসে জিম্বাবুয়েকে ‘ক্লিন সুইপ’ করার সুযোগ।

সেটি দারুণভাবেই কাজে লাগিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বোলিংয়ে আলআমিন হোসেন, মোস্তাফিজুর রহমান এবং ব্যাটিংয়ে ফর্মের চূড়ায় থাকা লিটন দাসের নৈপুণ্যে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতলো বাংলাদেশ দল। যার ফলে প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে তিন সিরিজের সব ম্যাচেই অপরাজিত থাকল টাইগাররা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে করে ১১৯ রান। সহজ এই লক্ষ্য শুধু মোহাম্মদ নাঈমের উইকেটটি হারিয়ে ২৫ বল আগেই টপকে যায় বাংলাদেশ।

শেষ ম্যাচে লিটনের সঙ্গে দারুণ জুটি গড়ে জয়ের ভিত্তি তৈরি করে দেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ২৫ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সঙ্গে দুই ম্যাচের টি-২০ সিরিজে সফরকারীদের ধবলধোলাই করেছে বাংলাদেশ। এর আগে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। এরপর মাশরাফির নেতৃত্বের শেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে তিন ফরম্যাটে প্রতিপক্ষকে ধবলধোলাই করে পার করল নিখুঁত এক সিরিজ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top