সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


নেইমার নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পিএসজি


প্রকাশিত:
১২ মার্চ ২০২০ ২০:৪৫

আপডেট:
১২ মার্চ ২০২০ ২০:৪৭

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী: করোনা ভাইরাস আতঙ্কে মাঠ ছিল দর্শকশূন্য। সেই ফাঁকা মাঠেই দাপট দেখাল পিএসজি। গোল করলেন তারকা ফুটবলার নেইমার। নিজেদের মাঠে বুধবার (১১ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি। দুই মৌসুম পর আবারও কোয়ার্টার ফাইনালে উঠলো পিএসজি।

প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে ১-২ গোলে হেরে ফিরেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের টিকিট পেতে, দ্বিতীয় লেগের ম্যাচে অন্তত দুই গোল করতেই হতো টমাস টুখেলের শিষ্যদের।

এমন সমীকরণের ম্যাচে আবার শুরুর একাদশে নেই দলের অন্যতম সেরা তারকা কাইলিয়ান এমবাপে। ফলে নিজেদের ফরমেশনটা ৪-২-২-২ করে সাজালেন পিএসজি কোচ টুখেল। যেখানে আক্রমণের প্রাণভোমরা ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

কোচের আস্থার শতভাগ প্রতিদানই দিয়েছেন নেইমার। তার অসাধারণ পারফরম্যান্সে দ্বিতীয় লেগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পিএসজি। ফলে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে পেয়ে গেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top