সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


শতভাগ নিরাপদ পরিস্থিতিতে টুর্নামেন্টগুলো চালু হবে: ফিফা প্রেসিডেন্ট


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২০ ০৩:৩৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৪:৫৭

ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো   (ফাইল ছবি)

প্রভাত ফেরী: করোনায় স্তব্ধ হয়ে গেছে পুরো বিশ্ব। স্থগিত হয়ে গেছে সবকিছু। তেমনি ফিফার সব টুর্নামেন্টগুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে অনেক লিগ কর্তৃপক্ষের মাঝে এক ধরনের তোরজোর দেখা যাচ্ছে। তারা চাচ্ছেন কোনভাবে যেন মৌসুম বাতিল না হয়। আবার অনেকেই বলছেন, দেরি করে হলেও যেন চলমান মৌসুমের খেলা চালু হয়।কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি এসবের পক্ষে নন। গিয়ান্নি ইনফান্তিনো বলছেন, শতভাগ নিরাপদ না হলে যে কোনো টুর্নামেন্ট চালু করা মানে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ।

গোল ডটকমে এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, ‘এই প্রতিযোগিতা যাদের দিয়ে পরিচালিত ও  যাদের আমন্ত্রণ জানানো হয়, তাদের সুস্বাস্থ্যকে প্রাধান্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য ও প্রাধান্যের বিষয়।’

ইনফান্তিনো কোনওভাবেই মানব জীবন হুমকিতে ফেলাকে যুক্তিগ্রাহ্য মনে করেন না, আমি যতই গুরুত্ব দেই, এটা হয়তো যথেষ্ট নয়। তাই যে কোনো ধরনের খেলার জন্য মানব জীবন ঝুঁকিতে ফেলা কাম্য নয়। সবার কাছেই বিষয়টি পরিষ্কার থাকা উচিত।’ এ জন্য ফিফা সভাপতির কাছে প্রতিযোগিতা পুনরায় চালু করা মানে দায়িত্বজ্ঞানহীনের মতো একটি কাজ, ‘যদি পরিস্থিতি কারো জন্যই শতভাগ নিরাপদ না হয়, তাহলে এটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top