সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


বাংলার ক্রিকেটে প্রথম ইতিহাস রচনা হয় আজকের দিনে


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২০ ০৩:০৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৭:৫৩

আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস

প্রভাত ফেরী: আইসিসি ট্রফি জয়ের ২৩ বছর পূর্ণ হলো আজ। দেশের ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিলো সেই ঐতিহাসিক অর্জন। ঐ অর্জনের জন্যই আজ পৃথিবীর বুকে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লিখিত। ১৯৮২ ও ১৯৯০ সালে দু’বার সেমিফাইনালে উঠলেও ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়েছিল আগেই। তবু ফাইনাল ম্যাচ মানেই বাড়তি মর্যাদা। বিশেষ করে সহযোগী সদস্য দেশগুলোরে মধ্যে তখনকার ত্রাস কেনিয়ার বিরুদ্ধে যখন খেলা! সেই লড়াই বাংলাদেশ দল জিতেছে দারুণ লড়াই করে, আজ থেকে ঠিক ২৩ বছর আগে, আজকেরই তারিখে।

ট্রফি হাতে অধিনায়ক আকরাম খান

১৯৯৭ সালের আজকের এই দিনটি ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি দিন। ১৩ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়াকে হারায় বাংলাদেশ। এর আগেই অবশ্য প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেন আকরাম-বুলবুলরা। পাশাপাশি বিশ্ববাসীকে নতুন এক শক্তির আগমনী বার্তার জানান দেয় টাইগাররা। আর সেই ম্যাচটিকেই মূলত ভাবা হয় বাংলাদেশ ক্রিকেটের পথ চলার প্রথম ধাপ।

এ নিয়ে মাশরাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আজ সেই মাহেন্দ্রক্ষণটির ২৩ বছর পূর্ণ হয়েছে। আর এমন মুহূর্তটিকে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক আকরাম খান, সহ-অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আতহার আলীদের উদ্দেশ্য করে ম্যাশ জানান, ইতিহাস শুরু হয়েছিল আপনাদের হাত ধরেই, ১৩ এপ্রিল, ১৯৯৭।

সেই ম্যাচ শেষে আকরামদের ঐতিহাসিক মাঠ প্রদক্ষিণের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন মাশরাফি। আর ক্যাপশনে ওপরের অংশটির পরে ইংরেজিতে আরও দুটি লাইন লিখেন। যার বাংলা দাঁড়ায়, একটি পদক্ষেপেই হাজার মাইলের যাত্রা শুরু হয়েছিল। কি বড় পদক্ষেপটাই না ছিল!

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top